Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওয়াশিংটন পোস্টে ওবামার নিবন্ধ - পরমাণুমুক্ত বিশ্ব গড়ার সংগ্রাম চালিয়ে যাবো : ওবামা

প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বিশ্ববিধ্বংসী টনকে টন আণবিক বোমার ব্যবহার রোধে বিশ্বের ৫০টিরও অধিক দেশের নেতারা ওয়াশিংটনে সমবেত হয়েছেন। স্থানীয় সময় গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার দু’দিনব্যাপী চতুর্থ পারমাণবিক নিরাপত্তা সম্মেলন উপলক্ষে এ বৈঠকে বিশ্ব নেতাদের স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। পারমাণবিক অস্ত্রবিরতি বাস্তবায়নে দেশগুলোর ফাঁকফোকর দূর করাই এ বৈঠকের মূল উদ্দেশ্য বলে জানায় হোয়াইট হাউস। বৈঠকে উপস্থিত হওয়ার আগে পরমাণু অস্ত্রবিহীন একটি বিশ্ব গড়ার প্রত্যয় নিয়ে গত বুধবার ওয়াশিংটন পোস্টে একটি নিবন্ধ লেখেন ওবামা। নিবন্ধে তিনি বলেন, বৈশ্বিক নিরাপত্তা ও হুমকির সবচেয়ে বিপজ্জনক হাতিয়ার পরমাণু অস্ত্রের বিস্তার ও তার ব্যবহার। এ জন্যই সাত বছর আগে চেক প্রজাতন্ত্রে রাজধানী প্রাগে ২০১০ সালের ৮ এপ্রিল পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ এবং পারমাণবিক অস্ত্রবিহীন একটি বিশ্ব গড়ার প্রত্যয়ে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম। এই ভিশন আমার আগের প্রেসিডেন্টের মনেও ছিল। রোনাল্ড রিগ্যান বলেছিলেন, আমরা দেখবো পৃথিবী পৃষ্ঠ থেকে কোনো একদিন পরমাণু অস্ত্রের বর্জন হবে। গত বৃহস্পতিবার (বাংলাদেশ সময় শুক্রবার) ওয়াশিংটনে চতুর্থ পারমাণবিক নিরাপত্তা সম্মেলনে বিশ্বের ৫০টিরও বেশি দেশের প্রতিনিধিদের স্বাগত জানাবো আমি। এখানে পারমাণবিক হুমকি এবং তা প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা করা হবে। যা হবে প্রাগে প্রতিশ্রুতির থমকে থাকা কাজ বাস্তবায়নের স্তম্ভ। আমরা আমাদের কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করবো। বিশ্বের একডজনেরও বেশি দেশ ইউরোনিয়াম ও প্লুটোনিয়াম সমৃদ্ধ করতে সফল হয়েছে। যুক্তরাষ্ট্রও তার প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুনভাবে অঙ্গীকারবদ্ধ হবে। এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওয়াশিংটন পোস্টে ওবামার নিবন্ধ - পরমাণুমুক্ত বিশ্ব গড়ার সংগ্রাম চালিয়ে যাবো : ওবামা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ