Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

নোবেল বিজয়ী লেখক ইমরে কারতেজ পরলোকে

প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সাহিত্যে নোবেল পুরস্কার জয়ী হাঙ্গেরিয়ান লেখক ইমরে কারতেজ মারা গেছেন। বিবিসি বলছে, ২০০২ সালে নোবেল জয়ী এই লেখকের বয়স হয়েছিল ৮৬। বই প্রকাশক সংস্থা মাগভেতো কিয়াদো জানিয়েছে, কারতেজ গত বৃহস্পতিবার বুদাপেস্টে নিজের বাড়িতে দিনের প্রথমভাগেই মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। ২০০২ সালে নোবেল পুরস্কারে কারতেজকে বিবেচনা করা প্রসঙ্গে বিচারকেরা বলেছেন, তার (কারতেজ) লেখায় মানুষ কত নির্মম হতে পারে সেই চূড়ান্ত সত্যই চিত্রায়িত হয়েছে। হাঙ্গেরিয়ান সাহিত্যে নোবেল বিজয়ী প্রথম লেখক কারতেজ। ১৯২৯ সালে বুদাপেস্টে জন্মগ্রহণকারী কারতেজকে ১৯৪৪ সালে আউশভিতজে পাঠানো হয়। সেখান থেকে পূর্ব জার্মানির বাচেনওয়ালদ কনসেনট্রেশন ক্যাম্পে পাঠানো হয়।
১৯৪৫ সালে ওই ক্যাম্পটি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী মুক্তি করে দেয়। তার প্রথম উপন্যাস ফেটলেস-এ বর্ণিত হয়েছে, পোল্যান্ডের জার্মানির নাৎসি বাহিনীর বন্দিশিবির আউশভিতজের কাহিনী। ওই শিবিরটিতে ১০ লাখেরও বেশি ইহুদি এবং অন্যান্যদের হত্যা করা হয়। প্রথম উপন্যাস প্রকাশিত হওয়ার পরই তিনি সবার মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হন। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নোবেল বিজয়ী লেখক ইমরে কারতেজ পরলোকে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ