Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিএসইতে প্রধান সূচক ৫৭ সিএসইতে কমেছে ১১২ পয়েন্ট

| প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৫৭ দশমিক ৯৩ পয়েন্ট কমেছে এবং সিএসইর প্রধান সূচক ১১২ দশমিক ৮১ পয়েন্ট কমেছে।
এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৫২৪ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত রোববার লেনদেন হয়েছিল ২৯৫ কোটি ৭৪ লাখ টাকা। ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৫১২ কোটি ৪১ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ২৭৫ কোটি ৩ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ২৩৭ কোটি ৩৮ লাখ টাকা।
ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫৭ দশমিক ৯৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৬৩ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১২ দশমিক ১২ পয়েন্ট কমে এক হাজার ৩৩৭ পয়েন্টে এবং ১৩ দশমিক ৫০ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ১০৫ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫০টির, কমেছে ২৫৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৮টি কোম্পানির শেয়ার দর।
অন্যদিকে সিএসইতে এদিন মোট শেয়ার লেনদেনের পরিমাণ ১২ কোটি ৩২ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ২০ কোটি ৭১ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ৮ কোটি ৩৯ লাখ টাকা।
সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ১১২ দশমিক ৮১ পয়েন্ট কমে ১০ হাজার ৫৫০ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৮৮ দশমিক ৪২ পয়েন্ট কমে ১৭ হাজার ৪৭২ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১৪ দশমিক ৪০ পয়েন্ট কমে ১৩ হাজার ১৮ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১১৯ দশমিক ৮১ পয়েন্ট কমে ১৬ হাজার ২৯ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৪টির, কমেছে ১৭৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ১৯টি কোম্পানির শেয়ার দর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডিএসই

৮ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ