Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অলিম্পিক সলিডারিটি টেনিস কোচেস কোর্স

| প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : দেশের ক্রীড়া প্রশিক্ষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণের জন্য অলিম্পিক সলিডারিটি কোচেস কোর্সের আয়োজন করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। এ ধারাবাহিকতায় গতকাল শুরু হয়েছে টেনিস কোচেস কোর্স (লেভেল-১)। রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্সে এ কোর্সের উদ্বোধন করেন বিওএ’র উপ-মহাসচিব এবং অলিম্পিক সলিডারিটি কমিটির সদস্য সচিব আসাদুজ্জামান কেহিনূর। এসময় উপস্থিত ছিলেন বিওএ’র কার্যনির্বাহী কমিটির সদস্য ও কোর্সটির প্রধান সমন্বয়কারী আহমেদুর রহমান বাবলু এবং বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারন সম্পাদক গোলাম মোরশেদ। আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের (আইটিএফ) লেভেল-থ্রি সার্টিফাইড কোচ মালয়েশিয়ান সুরেশ মেনন ১২দিন ব্যাপী এই কোর্সটি পরিচালনা করছেন। ঢাকা এবং ঢাকার বাইরের ২৫জন প্রশিক্ষণার্থী এই কোর্সে অংশ নিচ্ছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অলিম্পিক

১৫ ফেব্রুয়ারি, ২০২২
২৮ জুলাই, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ