Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তবুও দলে নিষিদ্ধ রাবাদা

| প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : আজ শুনানি। রায় পাওয়ার আগে গতকালই নিষিদ্ধ কাগিসো রাবাদাকে নিয়েই অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টেস্টের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। তবে আপিলে হেরে যাওয়া বিষয়টি মাথায় রেখে অপর দুই ফাস্ট বোলারকেও দলভুক্ত করেছে দক্ষিণ আফ্রিকা। শুনানির ৪৮ ঘন্টার মধ্যেই রায় পাওয়া যাবে বিবেচনা করেই এ পেসারকে দলে রাখা হয়েছে। বৃহস্পতিবার নিউল্যান্ডসে শুরু হওয়া তৃতীয় টেস্টের জন্য ঘোষিত ১৭ সদস্যের দলে অন্তর্ভূক্ত করা হয়েছে দুই পেসার ডুয়ান অলিভার ও ক্রিস মরিসকে।
পোর্ট এলিজাবেথের দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার ছয় উইকেটে জয় পাওয়া ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন রাবাদা। এ ম্যাচ জিতেই চার টেস্ট সিরিজে সমতা আনে স্বাগতিক প্রোটিয়ারা। তবে এ ম্যাচে আউট করার পর অজি অধিনায়ক স্টিভ স্মিথকে ধাক্কা মারলে তিনটি ডিমেরিট পয়েন্ট যোগ হয় রাবাদার একাউন্টে। আগের পাওয়া পঁচটির সঙ্গে এ তিনটিসহ মোট আটটি ডিমেরিট পয়েন্ট পেয়ে স্বাভাবিক নিয়মেই দুই ম্যাচ নিষিদ্ধ হন তিনি।
শেষ পর্যন্ত রাবাদা খেলতে না পারলে নির্বাচকদের তার বদলী হিসেবে সরাসরি কাউকে বেছে নিতে হতো। তবে একই সঙ্গে বোলিং বিকল্প বিবেচনায় ফাস্ট বোলিং অলরাউন্ডার হিসেবে মরিসকে দল ভুক্ত করেছেন তারা।
দক্ষিণ আফ্রিকা দল
ফাফ ডু প্লেসিস(অধিনায়ক), হাশিম আমলা, টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক (উই:), তিউনিস ডি ব্রæইয়ান, এবি ডি ভিলিয়ার্স, ডিন এলগার, হেনরিখ ক্লাসেন (উই:), কেশব মহারাজ, আইডেন মার্করাম, মরনে মরকেল, ক্রিস মরিস, উইয়াম মালডার, লুঙ্গি এনগিগিড, ডুয়ান অলিভার, ভারনন ফিলান্ডার এবং কাগিসো রাবাদা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিষিদ্ধ

২০ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ