Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অলিম্পিক সলিডারিটি কোচেস কোর্স

| প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) তত্ত¡াবধানে দেশের ক্রীড়া প্রশিক্ষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণের জন্য ‘অলিম্পিক সলিডারিটি কোচেস কোর্সের আয়োজন করা হয় নিয়মিতই। এ ধারাবাহিকতায় আগামী ১৯ থেকে ৩০ মার্চ পর্যন্ত রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্সে চলবে টেনিস কোচেস কোর্স (লেভেল-১)। ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশনের (আইটিএফ) লেভেল-৩ কোচ মালয়েশিয়ার সুরেশ মেনন কোর্সটি পরিচালনা করবেন। ঢাকা এবং বিভিন্ন জেলার মোট ২৫ (পঁচিশ) জন প্রশিক্ষণার্থী এই কোর্সে অংশ নিবেন। বিওএ’র সহ-সভাপতি এবং অলিম্পিক সলিডারিটি কমিটির আহবায়ক শেখ বশির আহমেদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকে ১৯ মার্চ সকাল সাড়ে ১০টায় কোর্সের উদ্বোধন করবেন।

স্কোর কার্ড
নিদাহাস ট্রফি ফাইনাল, বাংলাদেশ-ভারত
টস : ভারত, কলম্বো
বাংলাদেশ ইনিংস রান বল ৪ ৬
তামিম ক ঠাকুর ব চাহাল ১৫ ১৩ ১ ০
লিটন ক রায়না সুন্দর ১১ ৯ ০ ১
সাব্বির বোল্ড উনাদকাট ৭৭ ৫০ ৭ ৪
সৌম্য ক ধাওয়ান ব চাহাল ১ ২ ০ ০
মুশফিক ক শঙ্কর ব চাহাল ৯ ১২ ০ ০
মাহমুদউল্লাহ রানআউট ২১ ১৬ ২ ০
সাকিব রানআউট ৭ ৭ ১ ০
মিরাজ অপরাজিত ১৯ ৭ ২ ১
রুবেল বোল্ড উনাদকাট ০ ১ ০ ০
মুস্তাফিজ অপরাজিত ০ ৩ ০ ০
অতিরিক্ত (লেবা ২, ও ৪) ৬
মোট (৮ উইকেট, ২০ ওভার) ১৬৬
উইকেট পতন : ১-২৭ (লিটন), ২-২৭ (তামিম), ৩-৩৩ (সৌম্য), ৪-৬৮ (মুশফিক), ৫-১০৪ (মাহমুদউল্লাহ), ৬-১৩৩ (সাকিব), ৭-১৪৭ (সাব্বি), ৮-১৪৮ (রুবেল)।
বোলিং : উনাদকাট ৪-০-৩৩-২, সুন্দর ৪-০-২০১, চাহাল ৪-০-১৮-৩, ঠাকুর ৪-০-৪৫-০, শঙ্কর ৪-০-৪৮-০। অসমাপ্ত



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অলিম্পিক

১৫ ফেব্রুয়ারি, ২০২২
২৮ জুলাই, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ