Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্য স্ট্রেঞ্জার্স : প্রে অ্যাট নাইট

| প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

জোহান্স রবার্টস পরিচালিত হরর চলচ্চিত্র ‘দ্য স্ট্রেঞ্জার্স : প্রে অ্যাট নাইট’। ‘অ্যালিস’ (২০০২), ‘হেলব্রিডার’ (২০০৪), ‘ডার্কহান্টার্স’ (২০০৪), ‘ফরেস্ট অফ দ্য ড্যাম্ড’ (২০০৫), ‘স্টোরেজ টোয়েন্টি ফোর’ (২০০৪), ‘ফর্টি সেভেন মিটার্স ডাউন’ (২০১৭) রবার্টস পরিচালিত চলচ্চিত্র। ‘স্ট্রেঞ্জার্স’ (২০০৮) চলচ্চিত্রের সিকুয়েল ‘দ্য স্ট্রেঞ্জার্স : প্রে অ্যাট নাইট’।
এক আত্মীয়’র সঙ্গে ট্রেইলার পার্কে অবকাশ কাটানো এবং পারিবারিক বন্ধন মজবুত করার জন্য চার সদস্যের এক পরিবার মোবাইল হোমে করে রওয়ানা দেয়। পরিবারের কিশোরী মেয়েটি বেয়াড়া হয়ে পড়েছে বলে তাকে বোর্ডিং স্কুলে ভর্তি করা হয়েছে, তার সঙ্গেও বাবা-মা কিছুটা সময় কাটাতে চায়। তারা ঠিকানা মত ট্রেইলার পার্কে এসে দেখে জায়গাটা একবারে ফাঁকা। তারা প্রথমে বিস্মিত হলেও গুছিয়ে অবস্থান নেয়। কিন্তু তাদের অবকাশ বরবাদ করতে সেখানে হাজির হয় মুখোশ পরা তিন সাইকোপ্যাথ। তাদের মোবাইল ফোন নষ্ট করে দেয় তারা। ল্যান্ডফোনের লাইনও কেটে দেয় তারা। আশপাশেও কেউ নেই। প্রাণ নিয়ে সেই জায়গা থেকে পালাতে হলে একের অন্যের ওপর নির্ভর করা ছাড়া আর কোনও উপায় নেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাইট

৪ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ