রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
স্টাফ রিপোর্টার, সাভার থেকে:
সাভারে একটি তৈরি পোশাক কারখানায় উৎপাদনে শ্রমিকদের মাঝে উৎসাহ বাড়াতে শ্রমিকদেরকে বর্ষসেরা এ্যাওয়ার্ড প্রদান করেছে মালিকপক্ষ। গতকাল রোববার দুপুরে জামগড়া এলাকায় ডিকে নীট ওয়্যার লিমিটেড গার্মেন্টস শ্রমিকদের মাঝে এ এ্যাওয়ার্ড প্রদান করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এ কিউ এম জাহিদ।
ডিকে নীট ওয়্যার লিমিটেডের পরিচালক সৈয়দ এটিএম তারেক বলেন, পোশাক কারখানায় সারা বছর শ্রমিকরা উৎপাদনে ব্যাস্ত থাকে। তাই প্রতিবছর শ্রমিকদের কাজের উপর ভিত্তি করে এ এ্যাওয়ার্ড প্রদান করা হয়। উৎপাদনে বিশেষ অবদান রাখায় এবার বেশ কয়েকজন শ্রমিককে এ এ্যাওয়ার্ড প্রদান করা হয়। এদিকে শ্রমিকদের মাঝে এ্যাওয়ার্ড প্রদান করার অনুষ্ঠানে সারাদিন শ্রমিকরা কারখানার ভিতরে নেচে গেয়ে দিনটি উপভোগ করেন। শ্রমিকদের জন্য আয়োজন করাহয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে শ্রমিকরা গান পরিবেশন করে কারখানা কতৃপক্ষের কাজ থেকে উপহার পান। এছাড়া দুই হাজার শ্রমিকদের জন্য দুপুরে খাবার ছিলো প্লেন পোলাউ, চিকেন রোষ্ট ,খাসির রেজালা ও কোমল পানীয়।
এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন ডিকে নীট ওয়্যার লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এ কিউ এম জাহিদ, পরিচালক সৈয়দ এটিএম তারেক, পরিচালক সৈয়দ একে এম সাঈদসহ আরো অনেকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।