Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে করা রিট খারিজ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০১৮, ৩:৪৬ পিএম

সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট।

রোববার হাইকোর্টের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের একক বেঞ্চ রিটটি খারিজের এ আদেশ দেন। আদালত বলেন, যেহেতু বাংলাদেশের মূল সংবিধানে বিষয়টি আছে তাই সুপ্রিম কোর্ট এ বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

২০১৭ সালের ১৭ এপ্রিল ৭০ অনুচ্ছেদ বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ। সেই রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গত ১৫ জানুয়ারি বিচারপতি মো. মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ রিটের ওপর বিভক্ত আদেশ দেন।

শুনানির পর বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মো. মইনুল ইসলাম চৌধুরী সংবিধানের ৭০ অনুচ্ছেদ কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা ও বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন। তবে এ আদেশের সঙ্গে ভিন্ন মত পোষণ করেন বেঞ্চের অপর বিচারপতি মো. আশরাফুল কামাল। তিনি রিট আবেদনটি খারিজ করে দেন।

নিয়ম অনুযায়ী বিষয়টি প্রধান বিচারপতির কাছে গেলে তিনি রিটটি নিষ্পত্তির জন্য বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান এর একক বেঞ্চে পাঠান।



 

Show all comments
  • এস ইসলাম ১৮ মার্চ, ২০১৮, ৬:০৬ পিএম says : 0
    70 অনুচ্ছেদের কারনে নির্বাচনের পর এমপিরা দলের প্রধানের প্রতিনিধি হয়ে যায়।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খারিজ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ