নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : পিঠে চিড় ধরায় নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন ইংল্যান্ডের লেগ স্পিনার ম্যাসন ক্রেইন। তার জায়গায় দলে ডাক পেয়েছেন বাঁ-হাতি স্পিনার জ্যাক লিচ।
গত অ্যাশেজ সিরিজে টেস্ট অভিষেক ঘটে ক্রেইনের। সিডনিতে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে ক্যারিয়ারের প্রথম বড় ফরম্যাটে খেলতে নামেন তিনি। প্রথম ইনিংসে ব্যাট হাতে ৪ রান করার পর বল হাতে ১৯৩ রানে ১ উইকেট নেন তিনি। এরপর ইংল্যান্ড ইনিংস হারের কারনে দ্বিতীয় ইনিংসে আর বোলিং করার সুযোগ পাননি ক্রেইন। সিরিজটি ৪-০ ব্যবধানে জিতেছিলো অস্ট্রেলিয়া।
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের আগে প্রথম প্রস্ততিমূলক ম্যাচে বোলিং করার সময় পিঠের ইনজুরিতে পড়েন ক্রেইন। ১ ওভার বল করে মাঠ ছাড়েন তিনি। এরপর আর মাঠে ফিরতে পারেননি ২১ বছর বয়সী ক্রেইন। ইনজুরির কারনে ইতোমধ্যে ইংল্যান্ডে ফিরে গেছেন তিনি।
ক্রেইনের ইনজুরি জাতীয় দলের দরজা খুলে দিয়েছে লিচের। এখনও দেশের হয়ে কোন আন্তর্জাতিক ম্যাচ খেলেননি তিনি। ৫৪টি প্রথম শ্রেণির ম্যাচে ১৮৫ উইকেট শিকার করেছেন ২৬ বছর বয়সী লিচ। আগামী ২২ মার্চ থেকে অকল্যান্ডে শুরু হবে নিউজিল্যান্ড-ইংল্যান্ডের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। সিরিজের প্রথম টেস্টটি দিবা-রাত্রির।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।