নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান ওয়েলস টেনিস টুর্নামেন্টে পুরুষ এককের শেষ চারে উঠেছেন ষষ্ঠ বাছাই আর্জেন্টিনার হুয়ান ডেল পোর্তো এবং ৩২তম বাছাই কানাডার মিলোস রাওনিক। কোয়ার্টার ফাইনালে পোর্তো হারান সহজ প্রতিপক্ষ ৩১তম বাছাই জার্মানির ফিলিপ কোশেলচেইবারকে। অন্যদিকে রাওনিক জয় পান ১৮তম বাছাই যুক্তরাষ্ট্রের স্যাম কুয়েরির বিপক্ষে। গতকাল শেষ আটের লড়াইয়ে পোর্তো প্রথম সেটেই ধাক্কা খান। ৩-৬ গেমে সেট হারেন তিনি। অবশ্য এরপরই জ্বলে উঠেন এই আর্জেন্টাইন। শেষ দুই সেট ৬-৩ ও ৬-৪ গেমে ফিলিপকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেন পোর্তো। ম্যাচ শেষে আনন্দিত পোর্তো বলেন, ‘প্রথম সেটে ভালো খেলতে পারিনি। তবে শেষ দুই সেটে ভালো খেলেছি। নিজের খেলায় আমি সন্তুষ্ট।’ টুর্নামেন্টের অন্য এক কোয়ার্টার ফাইনালে রাওনিক যুক্তরাষ্ট্রের স্যাম কুয়েরির বিপক্ষে প্রথম সেট জিতে শুভ সূচনা করেন। ৭-৫ গেমে সেটটি জিতে নেন তিনি। তবে পরের সেটেই ঘুড়ে দাঁড়ান কুয়েরি। ২-৬ গেমে সেট জিতে ম্যাচে সমতা আনেন এই আমেরিকান।
তবে তৃতীয় ও শেষ সেটে কুয়েরিকে আর সুযোগ দেননি রাওনিক। ৬-৩ গেমে সেট জিতে সেমির লাইনআপে নিজের নাম লেখান তিনি। শেষ চারে ভালো করার ব্যাপারে আশাবাদি রাওনিক, ‘এ ম্যাচটি জিততে কিছুটা বেগ পেতে হয়েছে আমাকে। তবে সেমির ম্যাচে আরো ভালো খেলতে হবে। বেশক’টি ভুল শুধরাতে হবে।’
এদিকে নারী এককে ১৭ বছর পর ইন্ডিয়ান ওয়েলস টেনিস টুর্নামেন্টের মহিলা এককের শেষ চারে উঠেছিলেন অষ্টম বাছাই যুক্তরাষ্ট্রের ভেনাস উইলিয়ামস। কিন্তু এখান থেকেই বিদায় নিতে হয় তাকে। সেমিফাইনালে ২০তম বাছাই রাশিয়ার দারিয়া কাসাতকিনার কাছে ৪-৬, ৬-৪ ও ৭-৫ গেমে হেরে যান সাতটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী ভেনাস। ফলে স্বপ্নের ফাইনালে আর খেলা হলো না ভেনাসের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।