প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন রিপোর্ট: পথচলার এক দশক পূর্ণ করল মুকাভিনয়ভিত্তিক নাট্যসংগঠন ‘মাইম আর্ট’। গত বৃহস্পতিবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে ছিল এক বর্ণিল আয়োজন। অনুষ্ঠানের অতিথিদের মধ্যে ছিলেন নাট্যব্যাক্তিত্ব ঝুনা চৌধুরী এবং গ্রুপ থিয়েটার ফেডারেশানের সেক্রেটারি জেনারেল আকতারুজ্জামান ও আহমেদ গিয়াস। অনুষ্ঠানে ঢাকা ও ঢাকার বাইরের ৬টি মাইম দলের অংশগ্রহণে মাইম প্রদর্শনী, সম্মাননা প্রাদানসহ ছিল মাইম আর্ট-এর পরিবেশনাসহ নানা আয়োজন। এবার সম্মাননা প্রাপ্ত সাংবাদিদের মধ্যে আছেন দৈনিক ইত্তেফাক এর তানভির তারেক, বাংলাট্রিবিউন-এর জনি হক, মানব কন্ঠের রেজাউর রহমান রিজভী। সম্মাননা প্রাপ্ত নাট্যজনদের মধ্যে আছেন জেনেসিস থিয়েটারের প্রধান নূর হোসেন রানা এবং নাটুকে থিয়েটারের প্রধান আল নোমান। আমন্ত্রিত অতিথিদের হাত থেকে তারা সম্মাননা গ্রহণ করেন। এছাড়া অংশগ্রহণকারী ৬টি দল ও ইভেন্ট আয়োজনে সহযোগি প্রতিষ্ঠান ও কাঠপেন্সিল ও ট্যাক্সোগ্রাকে উৎসবের স্মারক প্রদান করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।