পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চট্টগ্রাম ব্যুরো : অল্পস্বল্প হলেও অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে। ঢাকাসহ দেশের অধিকাংশ বিভাগে গতকাল (শুক্রবার) ও এরআগে শনিবার রাত থেকে সকাল পর্যন্ত স্থানভেদে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হয়েছে। সাময়িক হিমেল দমকা হাওয়ার সাথে চৈতালী বৃষ্টিপাত হয়। এ সময় তাপমাত্রার পারদ নিচে নামে। আবহাওয়া বিভাগ জানায়, গতকাল সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় সিলেটে ১১ মিলিমিটার।
এ সময় ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, চট্টগ্রাম, স›দ্বীপ, হাতিয়া, কুতুবদিয়া, মংলা, সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী, খেপুপাড়া ও ভোলায় হিমেল দমকা বাতাসের সঙ্গে সামান্য বৃষ্টিপাত হয়েছে। তবে ময়মনসিংহ, উত্তরের জনপদ রাজশাহী ও রংপুরে বৃষ্টি নামেনি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৫, সর্বনিম্ন তেঁতুলিয়ায় ১৮.৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ ৩১.৫ ও সর্বনিম্ন ২৪.৬ ডিগ্রি সে.। তবে এ সপ্তাহে ক্রমেই গরমের তেজ ফের বাড়ে পারে।
এদিকে ক্ষণিকের হালকা কিংবা গুঁড়ি বৃষ্টিতে শহর-নগর-গঞ্জে অসহনীয় ধূলাবালি আর ভ্যাপসা গরম কিঞ্চিৎ কমেছে। গতকাল দিনভর চট্টগ্রামের আকাশে সূর্যের দেখা মিলেনি। বিক্ষিপ্ত হালকা কিংবা গুঁড়িবৃষ্টির সাথে হিমেল দমকা হাওয়ায় খরতপ্ত আবহাওয়ার কিছুটা উন্নতিতে সাময়িক স্বস্তি আসে জনজীবনে।
আজ (শনিবার) সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে জানা গেছে, পশ্চিমা লঘুচাপের একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী ২ দিনে আবহাওয়ার উন্নতি হতে পারে। এর পরের ৫ দিনে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।