রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আড়াইহাজার (নারায়ণগঞ্জ)উপজেলা সংবাদদাতা :
নারায়ণগঞ্জের আড়াইজারে একটি বাজার থেকে চারটি স্বর্ণের বারসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত পৌনে ১ টার দিকে উপজেলা উচিৎপুরা ইউনিয়নের শান্তির বাজার এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক এ তথ্য জানান। গ্রেফতার দুইজন হলেন, উপজেলার নয়নাবাদ গ্রামের মৃত আব্দুল আওয়ালের ছেলে মোঃ জহিরুল ইসলাম (২১) ও একই গ্রামের নান্নু মিয়ার ছেলে জোবায়ের আহম্মেদ (২২)।
ওসি এম এ হক বলেন, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল উপজেলা শান্তির বাজার এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চারশ’৬৬ গ্রামের চারটি স্বর্ণে বারের মূল্য ১৭ লাখ ৪০ হাজার টাকা।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, আটককৃতরা সিন্ডিকেট করে বিদেশ হতে চোরাচালানেরর মাধ্যমে স্বর্ণের বার এদেশে এনে বিক্রি করছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।