Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লাহেল সভাপতি ফিরোজ সম্পাদক নির্বাচিত

নাজিরপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন

| প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

নাজিরপুর (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা:
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পিরোজপুরের নাজিরপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে যুগান্তরের এইচ এম লাহেল মাহমুদ সভাপতি ও সমকালের ফিরোজ মাহমুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রেসক্লাবের ২৪ জন ভোটার বিরতিহীন শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ১১টি পদের সভাপতি পদে দৈনিক যুগান্তরের নাজিরপুর প্রতিনিধি এইচ এম লাহেল মাহমুদ ৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে দৈনিক সমকালের ফিরোজ মাহমুদ ১৩ ভোট পেয়ে নির্বাচিত হন। বাকি পদগুলোতে বিনা প্রতিদ্িিদ্বতায় প্রার্থী নির্বাচিত হন।
বিনা প্রতিদ্বিদ্বতায় নির্বাচিতদের মধ্যে দিনকালের আকরাম আলী ডাকুয়া সহ-সভাপতি, আমাদের কণ্ঠের এইচ এম দেলোয়ার সহ-সাধারণ সম্পাদক, ইনকিলাবের উত্থান মন্ডল অর্থ সম্পাদক, বাংলাদেশ সময়ের আল-আমীন হাজরা দফতর ও তথ্য-প্রযুক্তি সম্পাদক, আমার দেশের কে এম সাঈদ ও সাউথ-বাংলা নিউজের এস এম সীপার নির্বাহী সদস্য পদে নির্বাচিত হন। নির্বাচনে ভোট গ্রহণের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা, নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান, জেলা পরিষদ সদস্য সুলতান মাহমুদ খান, জেলা আ.লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আলহাজ শেখ মো. আবুল বাশার প্রমুখ নির্বাচন পরিদর্শন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সম্পাদক

২৭ জানুয়ারি, ২০২৩
১৯ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ