প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বৈশাখী টেলিভিশনের জনপ্রিয় মেগা সিরিয়াল ২০০ পর্বে পা রেখেছে। আজ ১৭ই রাত ৮টা ৪০ মিনিটে প্রচার হবে কমেডি ৪২০ এর ২০০ তম পর্ব । সিরিয়ালটি শনি, রবি ও সোমবার প্রচার হয়। সিরিয়ালটির মূল বৈশিষ্ট্য হচ্ছে, সারাদেশের আঞ্চলিক ভাষায় কথা বলা মানুষের চরিত্র নিয়ে নির্মিত। নাটকটি দর্শকপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। সিরিয়ালটির ২০০ তম পর্ব প্রচার উপলক্ষে গত ১৫ মার্চ রাতে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়ের আয়োজন করেন পরিচালক ফরিদুল হাসান। নাটকের শিল্পী ও কলাকুশলি ছাড়াও এতে উপস্থিত ছিলেন, বৈশাখী টিভির ডিএমডি ও প্রধান সম্পাদক টিপু আলম, প্রধান উপদেষ্টা অনুষ্ঠান ও বিপনন বেনু শর্মা। টিপু আলমের গল্পে নাটকটি রচনা করছেন আকাশ রঞ্জন এবং পরিচালনা করছেন ফরিদুল হাসান। নাটকটিতে অভিনয় করেছেন, আমিরুল হক চৌধূরী, চিত্রলেখা গুহ, মীর সাব্বির, অহনা, আলভি, মুনিরা মিঠু, আ খ ম হাসান, হুমাইরা হিমু, সিদ্দিক, কচি খন্দকার, আমিন আজাদ, তারিক স্বপ, মম মোরশেদ, শামিম আহমেদ, হিমে হাফিজ, সঞ্জিব, সানজিদা তন্ময়, তমাল, আলউল রুমি, শফিক খান দিলু, আলামিন সবুজ, হায়দার, নওশিন, কাজী উজ্জল, টুটুল চৌধূরী, মিষ্টি মারিয়া, তন্দ্রা, রোমানা স্বর্না, সুজাত শিমুল, আইরিন তানি, তুষার মাহমুদ, তিতান, প্রমুখ। বৈশাখী টিভির ডিএমডি ও প্রধান সম্পাদক টিপু আলম বলেন, মানুষ সারাদিন কর্ম-ক্লান্তির পর চায় একটু শান্তি ও স্বস্তি। সেই শান্তি ও স্বস্তির কথা চিন্তা করে; আমি এই ‘কমেডি ৪২০’ গল্পটি ভেবেছি। যাতে কমেডির রঙ্গ-ভঙ্গের মাধ্যমে মানুষ বিনোদন পায়। আমার আশা পূর্ণ হয়েছে। গল্পটি দর্শক সুন্দরভাবে নিয়েছে। পরিচালক ফরিদুল হাসান বলেন, দর্শকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই তারা আমার নাটকটিকে ভালোভাবে নিয়েছেন। তারা যদি ভালোভাবে না নিত তাহলে নাটক ট এই পর্যন্ত আনা সম্ভব হত না। আমার দায়িত্ব আরো বেড়ে গিয়েছে। আমি চেষ্টা করবো নতুন নতুন আঙ্গিকে আরো সুন্দর সুন্দর এপিসড দর্শকদের সামনে উপস্থাপন করতে। ‘কমেডি ৪২০’ নাটকের লেখক আকাশ রঞ্জন বলেন, টিপু আলম স্যারের কথার সাথে মিলিয়ে বলতে চাই, মানুষ সারা দিন পরিশ্রম করার পর একটু বিনোদন চায়। মানুষের সেই বিনোদন দিতে আমার লিখনি চালিয়ে যাচ্ছি।
ছবিঃ ফরিদুল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।