মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামি-ডেড কাউন্টিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে ফ্লোরিডা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ফুটব্রিজ। সদ্য নির্মিত এই ব্রিজের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। আরো অনেকে চাপা পড়ে থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সংবাদ সংস্থার পাঠানো ছবিতে দেখা যাচ্ছে, ভেঙে পড়া ব্রিজের নিচে বেশ কয়েকটি গাড়ি চাপা পড়ে রয়েছে।
স্থানীয় মিডিয়া সূত্রে খবর, শহর থেকে এই ফুটব্রিজটি গিয়ে মিশছে ইউনিভার্সিটিতে। মাত্র দিন কয়েক আগেই ফুটব্রিজটির আনুষ্ঠানিকভাবে খুলে দেয়া হয় পথচারীদের জন্য।
ফ্লোরিডা হাইওয়ে প্যাট্রলের মুখপাত্র অ্যালেজান্দ্রো কামাচো জানিয়েছেন, কম করে পাঁচ থেকে ছটি গাড়ি ফুটব্রিজের নিচে চাপা পড়ে রয়েছে। ধ্বংসস্তূপ না সরানো পর্যন্ত কতজনের মৃত্যু হয়েছে, তা বলা সম্ভব নয় বলে তিনি জানিয়েছেন।
কেন ব্রিজটি ভেঙে পড়ল তা এখনো জানা যায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।