Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষা ও সমাজকল্যাণে বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান প্রধান বিচারপতির

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

উন্নত বিচার ব্যবস্থার জন্য আধুনিক দেশের মত আদালত ও আইনে প্রযুক্তির ব্যবহারে সবার সহযোগীতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এজন্য আইন ও প্রযুক্তির সমন্বয় সহায়ক পড়াশোনার জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোগ নেয়ার পাশাপাশি শিক্ষা ও সমাজকল্যাণে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে আয়োজিত এক স্বরণ সভায় প্রধান অতিথির বক্তব্য এ আহ্বান জানান প্রধান বিচারপতি। তৎকালীন পূর্ব পাকিস্তানের অন্যতম প্রধান বিচারপতি আমিন আহম্মাদের ২৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে বিচারপতি আমিন আহম্মদ ট্রাস্ট স্মৃতি চারণ ও গোল্ড মেডেল প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।প্রধান বিচারপতি বলেন, উন্নত দেশে বিত্তবানরা শিক্ষা ও সমাজকল্যানে বিভিন্ন সামাজিক সংগঠনে যেভাবে অনুদানে এগিয়ে আসেন। কিন্তু বাংলাদেশের বিত্তবানেরা শিক্ষা প্রতিষ্ঠান কিংবা সামাজিক সংগঠনে অনুদানের ক্ষেত্রে এগিয়ে আসেন না। যা হত্যাশা ব্যঞ্জক।
বিচারপতি আমিন আহম্মেদের অবদানের কথা স্বীকার করে তিনি আরো বলেন, বিচারপতি আমিন আহম্মেদ মানবতার জন্য নিবেদীত হয়ে কাজ করেছেন। সাবেক এই প্রধান বিচারপতির মত সামাজ কল্যাণ উন্নয়নে সকলকে অবদান রাখতেও আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, কঠোর অধ্যাবসায়ের মধ্য দিয়ে তোমরা তোমাদের ভবিষ্যত গড়ে তুলবে। এজন্য তোমাদের প্রয়োজন গুনগত, নিবিড় অধ্যাবসায় ও গঠনমূলক সমালোচনার সক্ষমতা অর্জন করা। তিনি বলেন, বিচারপতি আমিন আহম্মেদ অনেক যুগান্তকারী রায় দিয়ে গেছেন। যা বিচার বিভাগের জন্য নিয়ামক হিসেবে রয়েছে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে ২০১৫ সালে এবং ২০১৬ সালে প্রথম শ্রেনীতে প্রথম স্থান অধিকারী দুইজনকে গোল্ড মেডেল প্রদান করেন প্রধান বিচারপতি। বিচারপতি কাজী এবাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী, বিচারপতি তারিক-উল হাকিম, বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিচারপতি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ