Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যাংকার্স টি-১০ ফেস্ট

| প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম ব্যাংকার্স ক্লাব আয়োজিত ব্যাংকার্স ক্রিকেট ফেস্ট আজ সাগরিকাস্থ মহিলা কমপ্লেক্স মাঠে শুরু হবে। টি-১০ লীগ পদ্বতির টুর্ণামেন্টটিতে প্রত্যেকটি দল একে অপরের মুখোমুখি হবে। সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহকারী দুটি দল খেলবে ফাইনালে। চ্যাম্পিয়ন, রানার্স আপ ছাড়াও প্রত্যেক খেলায় ম্যান অব দ্য ম্যাচ, টুর্ণামেন্ট সেরা ব্যাটসম্যান, বোলার ও আসর সেরা খেলোয়াড়কে বিশেষভাবে পুরস্কৃত করা হবে। এ উপলক্ষে গতকাল এক সাংবাদিক সম্মেলনে ব্যাংকার্স ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রোসাঙ্গির এসব তথ্য জানান। টুর্ণামেন্টের চারটি দলের আইকন প্লেয়ারদেরকে নিয়ে এবারের ক্রিকেট ফেস্টের জার্সিও গতকাল উন্মোচন করা হয়। অনুষ্ঠানে যুগ্ম সম্পাদক রাশেদুল আমীন, ক্রীড়া সম্পাদক ও ব্যাংকার্স ক্রিকেট ফেস্টের আহবায়ক মো: তৌফিকুল ইসলাম (বাবু) সহ নির্বাহী কমিটির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ