Inqilab Logo

শনিবার, ০১ জুন ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

কালকিনিতে মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

| প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা : ব্যাপক আয়োজনে উৎসবমূখর পরিবেশে মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর এলাকার ঐতিহ্যবাহী কালিনগর ফাসিয়াতলা উচ্চ ও প্রাথমিক বিদ্যালয়ের ৪৪তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন করা হয়েছে। গত বুধবার দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিকেলে পুরস্কার বিতরণ করা হয়। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মো. মনিরুজ্জামান হাওলাদারের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক সোহরাব হোসেন কিরণ মাস্টারের সার্বিক পরিচালনায় এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন। বিশেষ অতিথি ছিলেন ইউএনও শেখ হাফিজুর রহমান সজল, উপজেলা সহকারী কমিশনার ভ‚মি প্রমথ রঞ্জন ঘটক ও আলীনগর এলাকার ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদার। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণী শেষে স্থানীয় ও অতিথি শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রতিযোগিতা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ