Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৯

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০১৮, ১০:৫৬ এএম

পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোরে দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বাসার কাছে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে পাঁচ পুলিশ সদস্যসহ ৯ ব্যক্তি নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন।

আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, একটি তল্লাশি চৌকির কাছে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। নওয়াজ শরিফের বাড়ি ও তাবলিগ জামাতের একটি মারকাজের কাছেই তল্লাশি চৌকিটি অবস্থিত।

ডিআইজি (অপারেশন) ড. হায়দার আশরাফ জানান, রাত ৯টা ২০ মিনিটে এক কিশোর পুলিশ সদস্যদের পাশ দিয়ে ভেন্যুতে ঢুকতে চাইলে তাকে থামিয়ে দেয়া হয়। তখন সে নিজেকে উড়িয়ে দিয়েছে। এতে সেখানে উপস্থিত ১২ পুলিশ সদস্যের সবাই মারাত্মকভাবে আহত হন। পরবর্তীতে আহতদের মধ্যে দুই উপ-পরিদর্শকসহ পাঁচ পুলিশের মৃত্যু হয়েছে।

তিনি বলেন, এতে চার বেসামরিক লোক নিহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের অনেকের অবস্থা সঙ্কটাপন্ন।

এদিকে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) হামলার দায় স্বীকার করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ