পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
প্রশাসনে স্থানীয় সরকার বিভাগসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিব পদে রদবদল করা হচ্ছে। ইতিমধ্যে এ সংক্রান্ত প্রস্তাবের সার সংক্ষেপ অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। এদিকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও অফিসাস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম হোসেন খান ২০ মার্চ অবসবে যাচ্ছেন। আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ তথ্য নিশ্চিত করেছে। এছাড়া অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি দিয়ে বেশ কয়েকজন কর্মকর্তাকে ভারপ্রাপ্ত সচিব পদে দায়িত্ব দেয়া হচ্ছে।
প্রধানমন্ত্রীর কার্যলয় সূত্রে জানা গেছে, প্রশাসনে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিব পদে রদবদলের প্রস্তাবে পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানকে স্থানীয় সরকার বিভাগে সচিব পদে দেয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) (অতিরিক্ত সচিব) কবির বিন আনোয়ারকে সচিব পদে পদোন্নতি দিয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব করা হচ্ছে। এদিকে স্থানীয় সরকার বিভাগের আবদুল মালেককে তথ্য মন্ত্রণালয়ে বদলী করা হচ্ছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও অফিসাস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম হোসেন খান অবসরে যাওয়ার কারণে সেই মন্ত্রণালয়ের তথ্য মন্ত্রণালয়ের সচিব নাসির উদ্দিনকে বদলী করা হয়েছে। কঠোর গোপনীয়তা রক্ষা করে বুধবার দুপুরে এ সংক্রান্ত প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। বিকাল পর্যন্ত এ সংক্রান্ত সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাযালয়ে থেকে না আসায় শেষ পর্যন্ত রদবদলের প্রজ্ঞাপন জারি হয়নি। তবে এ আজ সচিব রদবদলের প্রজ্ঞাপন জারি হতে পারে। নাম প্রকাশ না করার শর্তে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা ইনকিলাবকে জানান, সচিব রদবদলের সময় সার-সংক্ষেপ অনুমোদনের আগ পর্যন্ত পুরো প্রক্রিয়া গোপন রাখার জন্য বিশেষ নির্দেশনা দেয়া আছে। কেননা, যে সিদ্ধান্ত একমাত্র প্রধানমন্ত্রী নেবেন তা আগাম ফাঁস হয়ে যাওয়াটা দৃষ্টিকটু ও বিব্রতকর। এতে করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে নানা ধরনের জটিলতার সৃষ্টি হয়। তিনি আরো বলেন, প্রশাসনে অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি দিয়ে বেশ কয়েকজন কর্মকর্তাকে ভারপ্রাপ্ত সচিব করার হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার বিভাগে সচিব পদে ২০১৫ সালের ১ র্মাচ আবদুল মালেক যোগদান করেন। বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা। আবদুল মালেক ১৯৮৬ সালে সহকারী কমিশনার পদে জেলা প্রশাসকের কার্যালয়, বগুড়ায় যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন পদে সিরাজগঞ্জ, রাজশাহী, জামালপুর, ময়মনসিংহ, রংপুর, মাগুরা ও খুলনায় দায়িত্ব পালন করেন। এর আগে কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়, বস্ত্র মন্ত্রণালয়, দুর্নীতি দমন ব্যুরো, শ্রম মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। এছাড়া সচিব পদে দায়িত্ব পালনের পূর্বে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব-১ হিসেবে দায়িত্ব পালন করেছেন। আবদুল মালেক বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের বর্তমানে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
তথ্য সচিব মোঃ নাসির উদ্দিন আহমেদ, বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা। চাকুরি জীবনে তিনি মাঠ প্রশাসনসহ সরকারের ১০টি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এছাড়া পরিবার পরিকল্পনা অধিদপ্তর, বাংলাদেশ বেতার এবং যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালকসহ বিভিন্ন সংস্থার গুরুত্বপূর্ণ পদে কাজ করেন। তিনি গত জানুয়ারীতে সচিব পদে পদোন্নতি পেয়ে তথ্য মন্ত্রণালয়ে দায়িত্ব পালনে করছিলেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) (অতিরিক্ত সচিব) কবির বিন আনোয়ারকে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব করা হচ্ছে। তিনি ১৯৮৮ তে সিভিল সার্ভিসে (প্রশাসন) (৭ম ব্যাচ) যোগদান করেন কবির বিন আনোয়ার। একযুগ মাঠ পর্যায়ে, অর্ধযুগ পররাষ্ট্র মন্ত্রণালয়, তন্মধ্যে ৩ বছর নেদারল্যান্ডস্থ বাংলাদেশ দূতাবাসে প্রথম সচিব হিসেবে এবং রাঙামাটি বরকল উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে অর্থ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পালন শেষে বর্তমান প্রধানমন্ত্রীর কার্যালয়ে একসেস টু ইনফরমেশন (এটুআই) এর প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছে এর পরে গত কয়েক মাস আগে অতিরিক্ত সচিব পদে পদোদন্নতি পেয়েছেন। কবির বিন আনোয়ার ১৯৬৪ সালের ২২ মে সিরাজগঞ্জ জন্মগ্রহণ করেন। ১৯৮৫-১৯৮৮ পর্যন্ত ছাত্রলীগ ফজলুল হক হল শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও অফিসাস ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম হোসেন খান। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ১৯৮৪ ব্যাচের একজন কর্মকর্তা । মোঃ ইব্রাহীম হোসেন খান গত ৩০ বছর ধরে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ১৯৯৬-২০০১ সময়ে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৯ সালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে উপসচিব পদে, ২০১২ সালে ভূমি মন্ত্রণালয়ে যুগ্মসচিব পদে, ২০১৪ সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক পদে এবং ২০১৪ সাল থেকে দু’বছর জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে কর্মরত আছেন। স্ত্রী সাবিনা ইয়াসমিন একজন আইনজীবী। ১৯৫৯ সালে টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন। মোঃ ইব্রাহীম হোসেন খান অফিসার্স ক্লাব ঢাকা এর নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আগামী ১৯মার্চ পযন্ত সচিবালয়ে দায়িত্ব পালন করবেন। আর ২০ মার্চ অবসরে যাবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।