Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

আজ মাইম আর্ট-এর ১০ বছর পূর্তি উৎসব

| প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: বাংলাদেশে প্রায় ৪০বছর ধরে মূকাভিনয় শিল্পের চর্চা হয়ে আসলেও নিরবিচ্ছিন্ন ভাবে শুধু মুকাভিনয় শিল্পের চর্চা করে কোন থিয়েটারের দল ১০বছর অতিক্রম করা একটি বিরল ঘটনা। দেশের অন্যতম মূকাভিনয় সংগঠন মাইম আর্ট এ বছর নিরবিচ্ছিন্ন পথ চলার ১০ বছর পূরণ করেছে। আজ সংগঠনটি ১০বছর পূর্তি উৎসব পালন করবে। বাংলাদেশ শিল্পকলা বকোডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মাইম আর্ট এর আয়োজনে এই অনুষ্ঠান হবে। আয়োজনের মধ্যে আছে বিকেল পাঁচটায় আনন্দ র‌্যালি ও উন্মুক্ত মূকাভিনয় পরিবেশনা। একই সাথে বিকেল ৫টা থেকে এক্সপেরিমেন্টাল থিয়েটার হলের লবিতে মাইম আর্ট-এর দশ বছরেরর কর্মকান্ডের ওপর ভিডিওচিত্র প্রদর্শণী এবং পাপেট প্রদর্শণী চলতে থাকবে অনুষ্ঠানের শেষ পর্যন্ত। সন্ধ্যা ৬টায় আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে মূল মঞ্চে সম্মাননা অনুষ্ঠান, সন্দ্যা ৭টায় ঢাকা ও ঢাকার বাহিরের দলের অংশগ্রহণে মূকাভিনয় পরিবেশনা। অংশগ্রহণকারী দলের মধ্যে রয়েছে ঢাবি মাইম এক্সন, মুক্তমঞ্চ নির্বাক দল, ব্যাঙ্গল থিয়েটার, সোল ড্যান্স, ব্ল্যাক ফ্লেইম থিয়েটার, পরিবর্তন মাইম একাডেমি। রাত আটটায় রয়েছে মূকাভিনয় শিল্পী নিথর মাহবুব-এর একক মূকাভিনয় এবং সবশেষে আয়োজক দল মাইম আর্ট এর জনপ্রিয় মূকাভিনয় প্রযোজনা ‘যেমন কর্ম তেমন ফল’ এর প্রদর্শনী। এতে অংশগ্রহণ করবেন টুটুল, শুভ, শুধাংসু, সবুজ, রবি, রুবেল, অনিক, চয়ন, রাসেল, রিপন, মুনিয়া প্রমুখ। পরিবেশনা শেষে মাইম আর্ট এর কর্মীরা কেক কেটে দশ বছর উদযাপন করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উৎসব

২২ ডিসেম্বর, ২০২২
১৭ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ