Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার সিনেমার গল্প লিখছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল

প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ১১:৪৭ পিএম, ৩১ মার্চ, ২০১৬

স্টাফ রিপোর্টার : এবার সিনেমার গল্প লিখছেন প্রখ্যাত সঙ্গীত ব্যক্তিত্ব আহমেদ ইমতিয়াজ বুলবুল। তিনি তিন শতাধিক সিনেমার সঙ্গীত পরিচালনা করলেও কখনো গল্প লিখেননি। তবে মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা নিয়ে তার লেখা গল্পে এবার সিনেমা নির্মাণ করতে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। জাজের কর্ণধার আব্দুল আজিজ বলেন, আহমেদ ইমতিয়াজ বুলবুল শুধু একজন সঙ্গীতজ্ঞ নন, তিনি একজন মুক্তিদযোদ্ধা। দেশের নাগরিক হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা প্রথমবারের মতো তার গল্প নিয়ে মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছি। মুক্তিযুদ্ধ নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পন দীর্ঘদিন ধরে করলেও ভালো গল্প বা কাহিনীর অভাবে তা সম্ভব হচ্ছিলো না। কয়েকদিন আগে আহমেদ ইমতিয়াজ বুলবুলের মুখে মুক্তিযুদ্ধের ঘটনা শুনে সেটা নিয়ে চলচ্চিত্র নির্মাণের আগ্রহী হই। তাকে প্রস্তাব দিলে তিনি রাজি হন। গল্প লেখার কাজ চলছে। আশা করছি সেপ্টেম্বর নাগাদ শুটিংয়ে যেতে পারবো। চলচ্চিত্রটির গল্প স¤পর্কে জানা যায়, দশম শ্রেণীর ছাত্র থাকা অবস্থায় মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে ছোট একটি দলও গঠন করেছিলেন তিনি। বেশ কয়েকটি অপারেশনেও অংশ নেন। ’৭১-এর অক্টোবরে দলবল নিয়ে ভারতে যাওয়ার সময় কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার মাঝামাঝি তন্তর চেকপোস্টের কাছে পাকিস্তানি সেনা ও রাজাকারদের হাতে ধরা পড়েন। সেখানে তাদের তিন ঘণ্টা ধরে পাশবিক নির্যাতন চালায়। পরে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হয়। আহমেদ ইমতিয়াজ বুলবুলের এমন অসংখ্য টুকরো টুকরো স্মৃতি নিয়ে নির্মিত হবে চলচ্চিত্রটি।



 

Show all comments
  • Midul Islam ২ মার্চ, ২০১৯, ৮:২৩ পিএম says : 0
    'তিনি তিন শতাধিক সিনেমার সঙ্গীত পরিচালনা করলেও কখনো গল্প লিখেননি।' এই কথাটি ভুল। খোঁজ নিলে জানতে পারবেন আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার সহযাত্রী সিনেমাটির গল্প লিখেছিলেন যে গল্পের বিন্যাস করেছিলেন মোহাম্মদ রফিকউজ্জামান স্যার।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এবার সিনেমার গল্প লিখছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ