বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিশেষ সংবাদদাতা : ভিশন ২০৪১ এর আলোকে বাংলাদেশে শিক্ষা ক্ষেত্রে সংস্কার শীর্ষক একটি সেমিনার গতকাল মঙ্গলবার মিরপুর সেনানিবাসস্থ ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি)-তে অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যায়ের এমিরেটাস, প্রফেসর ড. এ টি এম আনিসুজ্জামান সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেঃ জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী সেমিনারের উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রফেসর ডঃ এ টি এম আনিসুজ্জামান প্রধান অতিথি হিসাবে তাঁর সমাপনী বক্তব্যে ভিশন ২০৪১ এর আলোকে শিক্ষাক্ষেত্রে সংস্কারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক, চ্যালেঞ্জসমূহ, সম্ভাব্যতা ও সীমাবদ্ধতা সম্পর্কে আলোকপাত করেন। তিনি এধরনের সমসাময়িক বিষয়ে সেমিনার আয়োজনের জন্য ন্যাশনাল ডিফেন্স কলেজকে ধন্যবাদ জানান। জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী তাঁর উদ্বোধনী বত্তৃতায় বলেন, প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী বাংলাদেশ সরকারের ভিশন ২০২১ স¤প্রসারিত হয়ে পরিনত হয়েছে ভিশন ২০৪১-এ। ভিশন ২০৪১ বাস্তবায়িত হলে বাংলাদেশ একটি শান্তিপূর্ন, উন্নত ও সুখী জাতিতে পরিনত হবে। তত্তবাবধায়ক সরকারের প্রাক্তন উপদেষ্টা ও ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশন এর নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী; প্রফেসর এমিরেটাস, ঢাকা বিশ্ববিদ্যালয়, ড. এ কে আজাদ চৌধুরী, সাবেক সচিব ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের তত্তবাবধায়ক মোঃ নজরুল ইসলাম খান এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ কায়কোবাদ ভিশন ২০৪১ এর আলোকে প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা এবং কারিগরি শিক্ষা ক্ষেত্রে সংস্কারের বিষয়ে তাঁদের গবেষনা পত্র উপস্থাপন করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।