Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন মিউজিক ভিডিও নিয়ে আসছেন আসিফ ও আঁখি আলমগীর

| প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

অভি মঈনুদ্দীন: আসিফ ও আঁখি আলমগীরের দ্বৈত গানের প্রতি আকর্ষণ আছে শ্রোতা-দর্শকের। সর্বশেষ তাদের দু'জনের ‘বেসামাল’ গানটি শ্রোতাদের মন ছুঁয়েছে। এ ধারাবাহিকতায় তারা দু’জন নতুন একটি গান গেয়েছেন, যার মিউজিক ভিডিওর কাজও এরইমধ্যে রাজধানীর অদূরে পূবাইলে সম্পন্ন হয়েছে। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা ভাস্কর জনি। গানটির শিরোনাম হচ্ছে ‘টিপটিপ বৃষ্টি’। গানটির কথা লিখেছেন ও সুর করেছেন তরুণ মুন্সী। আসিফ আকবর বলেন, ‘আঁখির সঙ্গে প্রায়ই নতুন গান করার প্রস্তাব আসে। কিন্তু আমরা দু’জন একসঙ্গে কাজ করার সময় একটু ভেবে কাজ করি। গানের কথা, সুর পছন্দ হলেই সম্মত হই। টিপটিপ বৃষ্টি গানটির কথা এবং সুর খুব ভালো লাগায় একসঙ্গে গানটি গেয়েছি। সবমিলিয়ে চমৎকার একটি গান হয়েছে। মিউজিক বেশ যতœ নিয়ে নির্মাণ করা হয়েনে। আশা করছি, আমাদের দু’জনের নতুন এ গানটি শ্রোতা দর্শকের ভালো লাগবে।’ আঁখি আলমগীর বলেন, ‘টিপটিপ বৃষ্টি গানটি শ্রোতা-দর্শকের কাছে তুলে দেয়ার জন্য সার্বিক আয়োজন আমার বেশ ভালো লেগেছে। তাছাড়া শ্রোতা-দর্শকেরও আমাদের দু’জনের গানের প্রতি আলাদা ভালো লাগা, ভালোবাসা আছে। আমরা দু’জনই চেষ্টা করেছি একটি ভালো গান তাদের উপহার দিতে এবং আমার বিশ্বাস আমাদের নতুন এ গান ভাল লাগবে।’ শিঘ্রই ‘ধ্রুব মিউজিক স্টেশন’র ব্যানারে মিউজিক ভিডিওটি প্রকাশ হবে। এদিকে আঁখি আলমগীর অপেক্ষা করছেন তার বাবা আলমগীর নির্দেশিত ‘একটি সিনেমার গল্প’ চলচ্চিত্রের মুক্তির জন্য। কারণ এই চলচ্চিত্রে তিনি গাজী মাজহারুল আনোয়ারের লেখা এবং রুনা লায়লার সুরে একটি গান গেয়েছেন। যেহেতু রুনা লায়লার প্রথম সুর করা গান গয়েছেন, তাই এই গানটি নিয়ে তার মধ্যে এক অন্যরকম কৌতুহল কাজ করছে। এদিকে আসিফ তার নিজের নতুন ত্রিশটি গানের কাজ শেষ করেছেন। বিভিন্ন প্রতিষ্ঠানের গানের কাজ করার পাশাপাশি নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘আর্ব এন্টারটেইনম্যান্ট’র জন্যও কাজ করছেন তিনি। গানের ভুবনের যুবরাজ’ হিসেবে খ্যাত এই সঙ্গীতশিল্পী ‘ও প্রিয়া তুমি কোথায়’ গানটি গেয়ে বাংলাদেশের আধুনিক গানের জগতে এক অন্যরকম দ্যোতনার সৃষ্টি করেছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভিডিও


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ