Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতক্ষীরার শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৮, ১২:৫৬ পিএম

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পুকুরের পানিতে ডুবে মরিয়ম আক্তার সুমাইয়া (৫) ও শাহনাজ আক্তার মিষ্টি (৬) নামে দুই চাচাতো বোনের শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার আটুলিয়া ইউনিয়নের মোল্যাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এদের মধ্যে মরিয়ম আক্তার সুমাইয়া শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের মোল্যাপাড়া গ্রামের নজরুল সানার মেয়ে ও শাহনাজ আক্তার মিষ্টি একই গ্রামের নুরুজ্জমান সানার মেয়ে। তারা সম্পর্কে চাচাতো বোন।
পারিবারিক সূত্র জানায়, সকালে সুমাইয়া ও মিষ্টি বাড়ির পাশের পুকুর পাড়ে খেলা করছিল। এসময় হঠাৎ অসাবধানতাবশত তারা পুকুরের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখে তাদের মরদেহ উদ্ধার করে স্বজনরা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিশুর মৃত্যু

১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ