Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ-থাইল্যান্ড ফ্রেন্ডশিপ গলফ

| প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : থাইল্যান্ডের ব্যাংকক আলপাইন গলফ রিসোর্টে ১৬ থেকে ১৮ মার্চ পর্যন্ত প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ গলফ টুর্নামেন্ট। টাইগার গলফ ক্লাবের সভাপতি ও বাংলাদেশস্থ ভিয়েতনামের রাষ্ট্রদূত ত্রাণ ভ্যান খোয়া সম্প্রতি এক অনুষ্ঠানে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা দেন। আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াও টুর্নামেন্টের জন্য বিশেষভাবে ডিজাইন করা টি শার্ট, ক্যাপ, এবং ট্রফি উম্মোচন করা হয় এ অনুষ্ঠানে। স্প্যাঘেটি জাজে অনুষ্ঠিত অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করেছে নভো কার্গো লিমিটেড, ডি কে গ্রুপ এবং লুসাকা গ্রুপ। থাই দূতাবাস, থাইল্যান্ডের পর্যটন কর্তৃপক্ষের সহযোগিতায় এবং বাংলাদেশের কুর্মিটোলা গলফ ক্লাব এবং পর্যটন কর্পোরেশনের সহযোগিতায় অনুষ্ঠিতব্য এ আসরে কূটনীতিক, বিদেশি অতিথি, সরকারি কর্মকর্তা এবং ব্যবসায়ী সমাজের প্রতিনিধিসহ টাইগার গলফ ক্লাবের ৩০জন সদস্য অংশ নিবেন। স্থানীয় থাই খোলেয়াড় এবং বাংলাদেশ থেকে আগত খেলোয়াড়রা এ টুর্নামেন্টের মাধ্যমে গলফ খেলা এবং বন্ধুত্বের বন্ধনকে একসুতোঁয় গাঁথবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ-থাইল্যান্ড
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ