Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

ভারতের সীমান্ত ৩-৫ বছরের মধ্যে বন্ধ করা হবে : বিএসএফ

| প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে ভারতের অরক্ষিত সীমান্তগুলো বন্ধ করে দেওয়া সম্ভব বলে আশা প্রকাশ করেছেন বিএসএফের মহানির্দেশক (ডিজি) কে কে শর্মা। তিনি জানান, ভারত-বাংলাদেশ সীমান্ত বরাবর যে জায়গাগুলোতে কাঁটাতারের বেড়া দেওয়া কার্যত অসম্ভব সেখানে কমপ্রিহেন্সিভ ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম/সমন্বিত সুসংহত সীমান্ত ব্যবস্থাপনা প্রক্রিয়া (সিআইবিএমএস) চালু করা হবে। এতে অনুপ্রবেশ, পাচারসহ সীমান্তপার নাশকতা রোধেও সফলতা আসবে। ভারতের সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বিএসএফ ডিজি বলেন, ‘সিআইবিএমএস হলো কতগুলো যন্ত্র ও প্রযুক্তির সংমিশ্রণ, এতে সীমান্তে বৈদ্যুতিক নজরদারি নিশ্চিত করা সম্ভব। এই প্রক্রিয়ার মাধ্যমে সীমান্তে অবস্থিত বিএসএফের চৌকিতে লাগানো মনিটরে নানারকম বার্তা এসে পৌঁছবে। এর মাধ্যমে বিএসএফের কুইক রেসপন্স টিম দ্রæত তার মোকাবিলা করতে পারবে এবং শত্রুপক্ষকে নিরস্ত্র করতে পারবে। শর্মা জানান, ‘এখনো পর্যন্ত বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তের অরক্ষিত এলাকায় এই সিআইবিএমএস প্রক্রিয়া চালু করা হবে। আগামী ৩-৫ বছরের মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়িত করতে পারব বলে আশা করছি’। সূত্র : সাউথ এশিয়ান মনিটর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএসএফ

১৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ