Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংখ্যায় সংখ্যায় এল ক্লাসিকো

প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

০: লিগের শীর্ষে থেকে এবং ১০ বা তার বেশি পয়েন্টে এগিয়ে থাকা অবস্থায় বার্সেলোনা কখনও রিয়ালের বিপক্ষে কোনো ম্যাচ জেতেনি। এই অবস্থায় রিয়ালের সঙ্গে একটি ম্যাচ ড্র করার পাশাপাশি দুটি ম্যাচ হেরেছে কাতালুনিয়ার ক্লাবটি।
১: রিয়ালের বিপক্ষে ঘরের মাঠে সবশেষ সাত ম্যাচের একটিতে হেরেছে বার্সেলোনা। এর মধ্যে পাঁচটি ম্যাচ জেতে তারা। একমাত্র হারটি ২০১২ সালের এপ্রিলে (২-১)।
৩.২২: রিয়াল-বার্সার ১৭১টি দ্বৈরথে ম্যাচ প্রতি তিনের উপরে গোল হয়েছে। তবে সবচেয়ে বেশিবার হওয়া ফল ২-১ গোলে রিয়ালের জয়, যেটা হয়েছে ১৮বার।
৪: সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে রিয়াল-বার্সার দ্বৈরথে সবশেষ চারটি লাল কার্ডের সবকটিই দেখেছে রিয়ালের খেলোয়াড়রা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংখ্যায় সংখ্যায় এল ক্লাসিকো
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ