Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে হাইকোর্টের আদেশ ১৮ মার্চ

| প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজনৈতিক দল পথকে পদত্যাগ কিংবা নিজ দলের বিপক্ষে পভাট পদয়ার কারণে সংসদ সদস্যদের আসন শূন্য হওয়া সংক্রান্ত সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে আগামী ১৮ মার্চ আদেশ দিবেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি আবু তাহের মো: সাইফুর রহমানের একক হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে আদেশের জন্য এ দিন ধার্য করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না ও অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এর আগে গত ১৫ জানুয়ারি হাইকোর্টের ৭০ অনুচ্ছেদ নিয়ে বিভক্ত আদেশ দেন। বেঞ্চের সিনিয়র বিচারপতি সংবিধানের ৭০ অনুচ্ছেদ কেন সংবিধানের সঙ্গে সাংর্ঘষিক ঘোষণা করা হবে না’ এই মর্মে রুল দেন। তবে জুনিয়র বিচারপতি রিট আবেদনটি সরাসরি খারিজ করে দেন। পরে প্রধান বিচারপতি রিটটি নিস্পতির জন্য তৃতীয় একক বেঞ্চ গঠন করে দেন। সেই একক হাইকোর্ট বেঞ্চে শুনানি শেষ হয়। গত বছর ১৭ এপ্রিল সংসদে নিজ দলের বিপক্ষে ভোট দেয়ার কারণে সংসদ সদস্য পদ শূন্য হওয়া সংক্রান্ত সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন ইউনুছ আলী আকন্দ। রিট আবেদনে জাতীয় সংসদের স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব, সংসদ সচিবালয়ের সচিব ও আইন সচিবকে বিবাদী করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাইকোর্ট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ