Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবারো সঙ্গীহীন এবি

| প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : প্রথম টেস্টে প্রথম ইনিংসের মত এবারো সঙ্গী পেলেন না এবি ডি ভিলিয়ার্স। ডারবানে অপরাজিত ছিলেন ৭১ রানে। এবার পোর্ট এলিজাবেথে অস্ট্রেলিয়ার ২৪৩ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা যখন ৩৮২ রানে অল আউট তখন ডি ভিলিয়ার্সের নামের পাশে অপরাজিত ১২৬ রানের ইনিংস। নয় ও দশ নম্বর ব্যাটসম্যান ফিল্যান্ডার ও মহারাজের সঙ্গে গড়েন যথাক্রমে ৮৪ ও ৫৮ রানের দুটি মহামূল্যবান জুটি।
১৩৯ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা অস্ট্রেলিয়া ৮৪ রানে ৪ উইকেট হারিয়ে বড় ধরণের ধাক্কা খায়। সেই ধাক্কা কাটিয়ে অজিদের পথ দেখাচ্ছিলেন উসমান খাজা (৭৫)। কিন্তু ওয়ার্নার-মার্শের পর তাকেও ফিরিয়ে প্রোটিয়াদের জয়ের রাস্তা সহজ করে দেন প্রথম ইনিংসের ঘাতক কাগিসো রাবাদা। চতুর্থ দিন শেষে অজিদের ইনিংস দাঁড়ায় ৫ উইকেটে ১৮০ রান। ৫ উইকেট হাতে নিয়ে এগিয়ে ৪১ রানে। ৩৯ রানে ব্যাট করছেন মিচেল মার্শ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ