Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টেকসই ব্যবস্থাপনার ফলে দুর্যোগে কেউ না খেয়ে কষ্ট পায়নি -ত্রাণমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, সরকারের টেকসই ব্যবস্থাপনার ফলে ২০১৭ সালে ঘটে যাওয়া ৫টি বড় দুর্যোগে কেউ না খেয়ে কষ্ট পায়নি। গতকাল শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০১৮ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘জানবে বিশ^ জানবে দেশ, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশ। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে প্রত্যেকটি দুর্যোগে পরিকল্পিতভাবে আগাম বার্তা প্রদান, উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কাজ করা হয়েছে। ত্রাণমন্ত্রী বলেন, বর্তমানে সরকার বন্যা আসার পূর্বেই প্রস্তুতি সভা, আশ্রয়কেন্দ্র প্রস্তুত, বরাদ্দ প্রদান ও আগাম বার্তা দিয়ে থাকে। বন্যা ও ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে বাংলাদেশ এখন ৫দিন পূর্বেই আগাম বার্তা প্রদানের সক্ষমতা অর্জন করেছে। তিনি বলেন, ঘূর্ণিঝড়ের পূর্বেই গভীর সমুদ্রের মানুষদের সতর্ক করার জন্য এসএমএস পাঠানো হচ্ছে, তাদের উদ্ধারের জন্য উপযোগী জাহাজ ক্রয় করা হয়েছে। মন্ত্রী বলেন, গত বছরে হাওর এলাকায় সংগঠিত পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত ৩ লক্ষ ৮০ হাজার কৃষক ও জেলেকে আগামী এপ্রিল পর্যন্ত সময়ের জন্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রæতি অনুযায়ী ২২৮ কোটি টাকা ও ১ লক্ষ ৩৬ হাজার টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। মায়া চৌধুরী বলেন, তীব্র শৈত্যপ্রবাহে গরীব মানুষদের রক্ষার জন্য ৩০ লক্ষ কম্বল ও ৯৮ হাজার প্যাকেট খাদ্য বিতরণ করা হয়েছে। সরকারের পাশাপাশি, দলীয় নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবকগণ দুর্যোগকালে ব্যাপক সাড়া প্রদান করায় দুর্যোগ মোকাবিলা সহজ হয়েছে। শহর ও উপকূলীয় এলাকায় দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবকের প্রয়োজনীয়তা উল্লেখ করে ত্রাণ মন্ত্রী বলেন, উপকূলীয় এলাকার জন্য ৫৫ হাজার স্বেচ্ছাসেবক ও শহর এলাকার জন্য ৩২ হাজার স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ শাহ্ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সৈয়দ আবুল হোসেন বাবলা, সশস্ত্র বাহিনী বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এজাজুল বারী, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ রিয়াজ আহম্মদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহম্মদ খান, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ফিরোজ সালাউদ্দিন, সাইক্লোন প্রিপেয়ার্ডনেস প্রোগ্রাম (সিপিপি) এর পরিচালক আহমেদুল হক প্রমুখ।
পাবনা জেলা সংবাদদাতা জানান, দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় ও জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসক জসিম উদ্দিনের সভাপতিত্বে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন রেডক্রিসেন্ট সোসাইটি পাবনা ইউনিটের সভাপতি আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শফিউল আলম, এডওয়ার্ড কলেজের প্রাক্তন অধ্যাপক শাহনেওয়াজ সালাম, এডওয়ার্ড কলেজ রেডক্রিসেন্ট ইউনিটের কর্মকর্তা সহকারী অধ্যাপক রুহুল আমিন, জেলা ত্রাণ ও দূর্যোগ পুনর্বাসন কর্মকর্তা সিরাজুল ইসলাম, পাবনা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল করিম, পানি উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক মোশারফ হোসেন, প্রমুখ।
বিরল (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা জানান, বিরলে শনিবার সকালে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০১৮ উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্ত¡র হতে র‌্যালী বের হয়ে পৌর শহর প্রদক্ষিণ শেষে পুণরায় পরিষদ চত্ত¡রে ফিরে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এ,বি,এম, রওশন কবীর এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আ ন ম বজলুর রশীদ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রেজাউল করীম এর সঞ্চালনায় ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ, ইউপি সদস্য সরেন চন্দ্র, উপসহকারী প্রকৌশলী মাযহারুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) উপজেলা সংবাদদাতা জানান, উপজেলা ত্রাণ অধিপ্তরের উদ্যোগে দিবসটি যথাযথ মর্যার মধ্যদিয়ে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে এক বর্ণঢ্য র‌্যালী উপজেলা চত্বর থেকে বের হয়। র‌্যালী শেষে চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। র‌্যালীতে অংশগ্রহণ করেন-উপজেলা চেয়ারম্যান আইনুল হক, সহকারি কমিশনার ভূমি সোহাগ চন্দ্র সাহা, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মাহাফুজা বেগম পুতুল, থানা অফিসার ইনচার্জ সালাউদ্দীন (তদন্ত), প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী তাজউদ্দীন, অফিস সহকারী নরেশ চন্দ্র বর্ম্মন, কায্য সহকারী মরিয়ম আক্তার, প্রমূখ।
হাটহাজারী উপজেলা সংবাদদাতা জানান, হাটহাজারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়েছে। গতকাল শনিবার এ উপলক্ষে উপজেলা প্রশাসন,হাটহাজারী এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও বন বিভাগের সহযোগীতায় র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার উননেছা শিউলী। এতে প্রধান অতিথি ছিলেন বন ও পরিবেশ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি। তিনি বলেন, পরিবেশ রক্ষার জন্য প্রত্যেকে সহযোগীতা করতে হবে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী,থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর, হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা জাকির হোসেন, প্রধান শিক্ষক জসিম উদ্দিন ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ। ছবির ক্যাপশন: হাটহাজারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালী।
নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানান, ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মোঃ আব্দুল মালেক চৌধুরী স্বপন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাফিজুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবুন ফাতেমা পপি, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার এর নেতৃত্বে এক র‌্যালী উপজেলা সদর প্রদক্ষিণ শেষে স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার মোঃ হাফিজুর রহমান, প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক চৌধুরী স্বপন, উপস্থিত ছিলেন।
আটোয়ারী (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা জানান, উপজেলা পরিষদ চত্বর হতে বের হয়ে ব্যানার ,ফেস্টুন নিয়ে বিভিন্ন শ্লোগানসহ একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে । অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা, অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
পাংশা (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা জানান, রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসন (দূর্যোগ ব্যবস্থাপনা শাখা)’র আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০১৮ উপলক্ষে র‌্যালি সচেতনতা মূলক সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। ভারপ্রাপ্ত ইউএনও সহকারী কমিশনার (ভ‚মি) ফয়সাল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ ফরিদ হাসান ওদুদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান,উপজেলা যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ্বাস,সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ আলী,সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির,পৌর আ.লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ আলী মালু প্রমুখ। পরে পাংশা ফায়ার সার্ভিস এর একটি দল জর্জ পাইলট মাঠে প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলার উপর একটি মহড়া প্রর্দশন করেন।
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) উপজেলা সংবাদদাতা জানান, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে এক বর্ণঢ্য র‌্যালী উপজেলা চত্বর থেকে বের হয়। র‌্যালীতে অংশগ্রহণ করেন-উপজেলা চেয়ারম্যান আইনুল হক, সহকারি কমিশনার ভূমি সোহাগ চন্দ্র সাহা, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মাহাফুজা বেগম পুতুল, থানা অফিসার ইনচার্জ সালাউদ্দীন (তদন্ত), প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী তাজউদ্দীন, অফিস সহকারী নরেশ চন্দ্র বর্ম্মন, কায্য সহকারী মরিয়ম আক্তার, প্রমূখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুর্যোগ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ