বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়া ব্যুরো : এনসিসি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দিন আহমেদ বলেছেন, বিদেশে সুনাম অর্জন করতে হলে দক্ষ জনশক্তি পাঠাতে হবে। দক্ষ জনশক্তি বিদেশে গিয়ে সুনামের সঙ্গে কাজ করে দেশে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা পাঠাতে পারে। প্রবাসীরা যদি তাদের অর্জিত বৈদেশিক মুদ্রা বৈধভাবে দেশে পাঠায়, তাহলে দেশ ও জাতি উপকৃত হবে।’ গতকাল শনিবার বগুড়া শহরতলীর নওদাপাড়া বগুড়ায় হোটেল মম ইন এ ন্যাশনাল এক্সচেঞ্জ এন্ড এনইসি মানি রেমিটেন্স এবং বিজনেস প্লানিং উইথ টিএমএসএস বিষয়ক কর্মশালায় তিনি এসব কথা বলেন। কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাইমুল কবির, ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানীর চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর ফরাজী, এনইসি মানি ট্রান্সফার লিমিটেডের চেয়ারম্যান ও সিইও ইকরাম ফরাজী প্রমূখ। কর্মশালায় সভাপতিত্ব করেন টিএমএসএস এর উপ-নির্বাহী পরিচালক-১ মোঃ আব্দুল কাদের। কর্মশালায় ফরেন রেমিটেন্স ওভার ভিউ, অপারেশন ওভার ভিউ ও সেবার পরিধি বৃদ্ধিতে করনীয় বিষয়ে আলোচনা করা হয়। টিএমএসএস এর মাঠ পর্যায়ের কর্মকর্তারা যারা প্রবাসীদের টাকা সুন্দর ও সঠিক ভাবে তাদের পরিবারের হাতে তুলে দিয়েছে, তাদের মধ্য থেকে প্রথম দশ জন কর্মকমর্তাকে সার্টিফিকেট প্রদান করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।