Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধুর জন্মদিনে বিনামূল্যে সুন্নতে খৎনার সুযোগ ইনসাফ বারাকাহ কিডনি হাসপাতালে

| প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : আগামী ১৭ই মার্চ বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে বিনা খরচে সুন্নতে খাৎনার (মুসলমানি) সুযোগ দেবে রাজধানীর ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল। ৮ই মার্চ বিশ্ব কিডনি দিবস, ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে মাসব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের অংশ হিসেবে সুন্নতে খাৎনা করা হবে। এ ছাড়া ৮ই মার্চ থেকে ৮ই এপ্রিল পর্যন্ত ৮শ’ টাকায় রোগীরা চেক আপ করার সুযোগ পাবেন (সিবিসি, সিরাম, ক্রিটিনিন, আরবিএস, ইউরিন আর/ ই ও আল্ট্রাসনোগ্রাম)। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য এই হেলথ প্যাকেজ। এটি অন্য সময়ে ৩২শ’ টাকা লাগে। কিডনি সম্পর্কীত ১০ জন হতদরিদ্র গরীব রোগীকে ফ্রি অপারেশন (মেডিসিন ছাড়া) করা হবে।
গতকাল রাজধানীর সেগুনবাগিচায় একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ডা. এম ফখরুল ইসলাম এসব তথ্য জানান। তিনি জানান, মাসব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পে প্রতিদিন বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পর্রামর্শ দেয়া হবে। ক্যাম্পে রেজিস্ট্রেশনভুক্ত রোগীদের কিডনি সম্পর্কীত সিরাম ক্রিটিনিন, আরবিএস, ইউরিন আর/ ই, পরীক্ষা-নিরীক্ষা ফ্রি করা, ডেন্টাল চেক-আপ ফ্রি করা ও বিভিন্ন অপারেশনে ৩০ শতাংশ, পরীক্ষা-নিরীক্ষায় ৫০ শতাংশ ছাড় দেয়া হবে। সংবাদ সম্মেলনে জাতীয় কিডনি ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক প্রফেসর ডা. ফিরোজ খান বলেন, বাংলাদেশে রোগীর তুলনায় নেফ্রোলজিস্ট ও ইউরোলজিস্ট খুবই কম। এখন ১৭০ জন নেফ্রোলজিস্ট ( কিডনি সম্পর্কীত) ও ২৫০ জন ইউরোলজিস্ট রয়েছেন। থাকার দরকার ছিল উভয়ই পদেই এক হাজার করে। হাসপাতালটি থেকে সকল সেবা পেতে ৪৯৩৫০১৮০, ০১৯৭৮-০৯৮০৮১ নম্বর যোগাযোগ করতে বলা হয়েছে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাসপাতালটির উপ-ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসেন, জনসংযোগ কর্মকর্তা মো. সোহরাব আকন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বঙ্গবন্ধু

৮ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ