Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে পৌর কর্মচারীদের অবস্থান কর্মসূচী শুরু

রাষ্ট্রীয় কোষাগার থেকে পেনশনসহ শতভাগ বেতন-ভাতাদি দাবি

| প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের রাষ্ট্রীয় কোষাগার থেকে পেনশনসহ শতভাগ বেতন-ভাতাদি ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের দাবিতে গতকাল শনিবার সকাল থেকে ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচী পালন করছে। দেশের ৩২৭টি পৌরসভায় সকল সেবা বন্ধ রয়েছে। পৌরবাসীর সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে কেন্দ্রীয় কমিটি। অবস্থান কর্মসূচী চলাকালীন সময়ে প্রায় ১৫ জন কর্মচারী অসুস্থ হয়ে পড়লে তাদেরকে পার্শ্ববর্তী ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। অবস্থান কর্মসূচীতে শান্তিপূর্ণভাবে সকাল থেকেই দেশের ৩২৭টি পৌরসভা থেকে প্রায় ১৫ হাজার পৌর কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। সরকার থেকে এখন পর্যন্ত কোন প্রকার আশ্বাস না পাওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে অবস্থান কর্মসূচী চালিয়ে যাওয়ার ঘোষণা দেন কেন্দ্রীয় সভাপতি আব্দুল আলিম মোল্ল্যা। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সকল সদস্য, বিভাগীয়, জেলা, ইউনিট কমিটির নেতৃবৃন্দসহ অন্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অবস্থান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ