মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে এক বৈঠকে বসেছেন। বৈঠকে ভারতে বিনিয়োগ বাড়ানো ও সন্ত্রাস মোকাবিলায় সহযোগিতা জোরদারের বিষয়গুলো স্থান পায় বলেও জানা যায়। মোদি ১৩তম ইইউ-ভারত শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্রাসেলসে অবস্থান করছেন। শহরটিতে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার এক সপ্তাহ পর সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। ব্রাসেলস সফরকালে মোদি ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জাঁ ক্লঁদ জাঙ্কারের সঙ্গেও বৈঠক করবেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি নিরাপত্তা সহযোগিতার মতো বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে। এ কর্মকর্তা আরও বলেন, ‘সাম্প্রতিক সন্ত্রাসী হামলার আলোকে বৈঠকে সন্ত্রাসবিরোধী সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে। বিষয়টি নিশ্চিতভাবেই বৈঠকে স্থান পাবে।
উল্লেখ্য, আগামী ২ ও ৩ এপ্রিল সউদি আরব সফর করবেন মোদি। অফিসিয়াল ফেসবুকে মোদি এ ঘোষণা দেন। তিনি জানান, সউদি কর্তৃপক্ষের সাথে দ্বিপাক্ষিক সমপর্ক বৃদ্ধি ও জোরদার করতে চায় ভারত। যা সউদির বড় বড় ব্যবসায়ীর সাথে ভারতের উন্নয়ন কর্মকা-ে যুক্ত করা। দু’দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক ক্রমেই বৃদ্ধি পাচ্ছে বলেও তিনি ফেসবুকে একটি স্টাটাস দেন। সউদি আরব ভারতের চতুর্থ বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং ভারত প্রধান অপরিশোধিত তেল সরবরাহকারী দেশ। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।