Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বৈঠকে বসায় আশাবাদী ট্রাম্প

ট্রাম্প-কিমের সম্ভাব্য বৈঠককে স্বাগত জানাল জাতিসংঘ, রাশিয়া ও চীন

| প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : নানা উৎকণ্ঠার মধ্যেও উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে বৈঠকে বসার আশা ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিমের আমন্ত্রণে সাড়া দেওয়ার একদিন পর এক টুইটে এ সম্ভাবনার কথা জানান তিনি। তিনি বলেন, “উত্তর কোরিয়ার সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনাই বেশি এবং বৈঠক হবে, যদি বৈঠক ঠিকমত শেষ হয় তবে সেটা বিশ্বের জন্য খুব ভালো হবে। সময় এবং ¯ান পরে জানান হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনও ট্রাম্পের সঙ্গে কিমের আলোচনার আয়োজন করতে কয়েক সপ্তাহ লেগে যাবে বলে জানিয়েছিলেন। এর মধ্যেই টুইটারে কিমের সঙ্গে আলোচনায় বসার সম্ভাবনার কথা জানালেন ট্রাম্প। যদিও উত্তর কোরিয়া থেকে এ বিষয়ে এখনও কোনো বিবৃতি দেওয়া হয়নি। অপরদিকে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য বৈঠককে স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক স¤প্রদায়। এরইমধ্যে জাতিসংঘ, রাশিয়া, চীন ও দক্ষিণ কোরিয়া ওই উদ্যোগের প্রতি নিজেদের সমর্থনের কথা জানিয়েছে। ডোনাল্ড ট্রাম্প এবং কিম জং উনশুক্রবার এক বিবৃতিতে এ নিয়ে কথা বলেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফান ডুজারিক। তিনি জানান, মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস ট্রাম্প-কিমের সম্ভাব্য ওই বৈঠকের ব্যাপারে উৎসাহী। বিবৃতিতে বলা হয়, জাতিসংঘ মহাসচিব সংশ্লিষ্ট সবার নেতৃত্ব ও দৃষ্টিভঙ্গির তারিফ করেছেন। নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী কোরীয় উপদ্বীপের শান্তিপূর্ণ অপারমাণবিকীকরণ প্রচেষ্টায় তার সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, মস্কোর প্রত্যাশা দুই পক্ষের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হবে। চীনের পক্ষ থেকে বলা হয়েছে, দুই পক্ষ থেকেই এটা একটা ইতিবাচক ইঙ্গিত। বেইজিং এই পদক্ষেপকে স্বাগত জানায়। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ক্যাং কুয়াং-উয়াহ বলেছেন, তার দেশ সম্ভাব্য এ বৈঠকের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরামর্শ করছে। এর আগে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের কাছে থেকে পাওয়া সাক্ষাতের আমন্ত্রণ গ্রহণের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে দক্ষিণ কোরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের পর ট্রাম্প এ কথা জানান। ওই কর্মকর্তারাই কিমের আমন্ত্রণ ট্রাম্পের কাছে পৌঁছে দেন। গত কয়েক মাসে দুই দেশের পাল্টাপাল্টি হুমকির পর এই ঘটনাকে ইতিবাচক হিসেবে দেখা হছে। পারমাণবিক কর্মসূচি থেকে বিরত রাখতে ২০০৬ সাল থেকে উত্তর কোরিয়ার ওপর বিভিন্ন পর্যায়ের অবরোধ আরোপ করে আসছে জাতিসংঘের ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ। বিবিসি, আনাদোলু এজেন্সি, পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ