মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ভেনেজুয়েলার জাতীয় পরিষদ একটি দায়মুক্তি বিল পাস করেছে যা কারাবন্দি বেশকিছু বিরোধী নেতাকে মুক্তি দিতে পারে। একটি উত্তপ্ত আলোচনার পর বিরোধী দল নিয়ন্ত্রিত পার্লামেন্ট মঙ্গলবার রাতে বিলটি পাস করে। তবে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, তিনি বিলটি আটকে দিবেন। এটা ‘অপরাধী এবং সন্ত্রাসীদের’ সুবিধা দিবে বলে তিনি যুক্তি দেন। যদি বিলটি আইনে পরিণত হয়, তাহলে ৭০ জনেরও বেশি বন্দি মুক্তি পাবেন, যাদের মধ্যে বিরোধী দলীয় বিশিষ্ট নেতা লিওপোল্ডো লোপেজও রয়েছেন। গণবিক্ষোভের সময় সহিংসতায় উস্কানি দেয়ায় ২০১৫ সালে তাকে ১৩ বছর নয় মাস কারাদ- দেয়া হয়েছিল। উল্লেখ্য, গত ডিসেম্বরে পার্লামেন্ট নির্বাচনে বিরোধীরা বিজয়ী হয়। নির্বাচনে জয়ী হলে তারা আটককৃতদের মুক্তির প্রতিশ্রুতি দিয়েছিল, যাদেরকে তারা রাজনৈতিক বন্দি হিসাবে বিবেচনা করে থাকে। এপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।