Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

নড়াইলে যুবলীগের নবনির্বাচিত নেতাদের সংবর্ধনা

| প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

নড়াইল জেলা সংবাদদাতা : নড়াইল জেলা যুবলীগের নবনির্বাচিত আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক গাউছুল আজম মাছুম ও আহবায়ক কমিটির অন্যতম সদস্য লাভলু ভ‚ইয়াকে সংবর্ধণা দেওয়া হয়েছে। গত শুক্রবার বিকালে ঢাকা থেকে নেতৃবৃন্দ কালনা ঘাটে পৌঁছালে দলীয় নেতাকর্মীরা তাদের ফুল দিয়ে বরণ করে নেয়। পরে তিন শতাধিক মোটরসাইকেল সহকারে বিশাল শোডাউন দিয়ে লোহাগড়া বাজার হয়ে নড়াইল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে এসে শেষ হয়। দলীয় নেতাকর্মীরা আওয়ামীলীগের কার্যালয়ে পৌঁছালে নবনির্বাচিত দুই নেতাকে ফুল্লেল শুভেচ্ছা জানান বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মেশকাতুল ওয়ায়েজিন লিটু, জেলা আওয়ামীলীগ নেতা হাফিজ খান মিলন, যুবলীগনেতা মোল্যা মাছুদুল হাসান সাবু, মোস্তফা কামরুজ্জামান কামাল, ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর শিকদার, শরিফুল ইসলাম বাপ্পি, রাজেদুজ্জামান। এ সময় নবনির্বাচিত যুবলীগ নেতা গাউছুল আজম মাছুম ও লাভলু ভ‚ইয়া তাদেরকে এই সংবর্ধণা দেওয়ার জন্য দলীয় সকল নেতাকর্মীদের ধন্যবাদসহ বঙ্গবন্ধুর আদর্শে যুবলীগকে আরো গতিশীল করার জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে সহযোগিতা করার জন্য আহবান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংবর্ধনা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ