Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পূর্ব ইউরোপে সেনা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

ইউরোপের দেশগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মীর সংখ্যা ৬২ হাজার

প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্র পূর্ব ইউরোপের দেশগুলোয় সেনা উপস্থিতি আরো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জানিয়েছে, রাশিয়াকে ঠেকাতেই এ ব্যবস্থা নেয়া হচ্ছে। নতুন এই ব্যবস্থায় আরো একটি সাঁজোয়া ব্রিগেড মোতায়েন করা হবে। ফলে সেখানে তিনটি নিয়মিত ব্রিগেড থাকবে। ইউক্রেন সংকট নিয়ে রাশিয়ার সঙ্গে দ্বন্দ্ব শুরু হওয়ার পর ন্যাটোয় এটাই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি সেনা উপস্থিতি। বর্তমানে ইউরোপে যুক্তরাষ্ট্রের ৬২ হাজার সামরিক কর্মী রয়েছে। ইউরোপে মার্কিন জ্যেষ্ঠ কমান্ডার জেনারেল ফিলিপ ব্রেডলভ বলছেন, আগ্রাসী রাশিয়ার ভূমিকায় আমাদের ন্যাটো সহযোগী এবং বন্ধু দেশগুলোর জন্য আরো নিরাপত্তা নিশ্চিত করতেই আমরা এই পদক্ষেপ নিচ্ছি। এসব দেশে আরো বেশি মার্কিন শক্তিশালী সামরিক উপস্থিতি দেখা যাবে বলেও তিনি জানান। একেকটি ব্রিগেডে ৪২০০ সেনা রয়েছে। তাদের সঙ্গে থাকবে সামরিক যান, সাঁজোয়া যান এবং ভারী অস্ত্র। হঠাৎ উদ্ভূত যেকোনো পরিস্থিতি সামলাতে এই একটি ব্রিগেডই যথেষ্ট, বলছেন মার্কিন কর্মকর্তারা। সামরিক মহড়ার জন্যেই সহায়ক হবে এই সেনা উপস্থিতি। ইউক্রেনের ক্রাইমিয়া অংশটি রাশিয়ার সাথে একীভূত করার পর, পূর্ব ইউরোপের দেশগুলোয় রাশিয়া নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এ কারণেই এসব দেশে সামরিক উপস্থিতি জোরদার করছে ন্যাটো। এর আগে গার্ডিয়ানের অপর এক খবরে বলা হয়েছে, প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, ২০১০ সালের পর প্রথমবারের মতো ন্যাটোর স্থায়ী নৌবাহিনীর শক্তি বাড়াতে যাচ্ছে যুক্তরাজ্য। আর ন্যাটোতে আরও কতো সেনা পাঠানো হবে, সেই সিদ্ধান্ত নেওয়া হবে এ বছরের ন্যাটো সম্মেলনে। পোল্যান্ডের ওয়ারসতে জুলাইয়ে ওই সম্মেলন অনুষ্ঠিত হবে। বেশ কিছুদিন ধরেই সেনা উপস্থিতি বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং জার্মানিকে অনুরোধ জানিয়ে আসছে পূর্ব ইউরোপীয় দেশ পোল্যান্ড, বুলগেরিয়া, রোমানিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া এবং জার্মানি। তারা মনে করছে, ওই তিনটি দেশের সেনা উপস্থিতি রাশিয়ার ওপর চাপ তৈরি করতে সক্ষম হবে। স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার পর থেকে ইউরোপ থেকে সেনা প্রত্যাহার করে আসছিলো যুক্তরাষ্ট্র। ন্যাটোর দাবি, ইউক্রেনের মতো অন্য রাষ্ট্রগুলোতেও যেন রাশিয়া হস্তক্ষেপ না করতে পারে সেজন্য বাল্টিক রাষ্ট্রগুলোতে সেনা উপস্থিতি বাড়ানো হচ্ছে।  বিবিসি, দ্য গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পূর্ব ইউরোপে সেনা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ