পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
নরসিংদী থেকে স্টাফ রিপোর্টার : সম্প্রতি নরসিংদী জেলা শহরের ভেলানগর বাজারে সামাদ প্লাজায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড’র এজেন্ট ব্যাংকিং ৬৫ তম শাখা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এ শাখা উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড’র আইসিটি উইং’র ম্যানেজিং ডিরেক্টর তাহের আহমেদ চৌধুরী, আরো উপস্থিত ছিলেন নরসিংদী শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শহীদ উদ্দীন আহমেদ, বিশেষ অতিথি ছিলেন মেসার্স স্বদেশ ট্রেডার্সের স্বত্বাধিকারী ও এজেন্ট দেলোয়ার হোসেন সিকদার। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ইষ্ট জোন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড হেড অব জোনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ড. মোহাম্মদ কামাল উদ্দীন (জসিম)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।