মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : বিদেশী স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক বাড়ানোর ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বৃহস্পতিবার তিনি এ স্বাক্ষর করেন। ঘোষণাপত্রে স্বাক্ষর করে ট্রাম্প বলেন, আমরা জাহাজ-বিমান নির্মাণ করতে চাই আমাদের দেশের স্টিল ও অ্যালুমিনিয়াম দিয়ে। এ স্বাক্ষরের মাধ্যমে আমরা দীর্ঘ সময় ধরে চলা একটি সমস্যা সমাধানে পদক্ষেপ নিয়েছি। বিদেশী স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক আরোপ করে আমরা যুুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করছি।› ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের ওপর নতুন শুল্ক আরোপের ডিক্রি সইয়ের তোড়জোড়ের মধ্যেই চীন এর সমুচিত পাল্টা জবাবের হুমকি দিয়েছে। মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মিউচিন ‘ফক্স বিজনেস নিউজ’কে অচিরেই ট্রাম্প প্রশাসনের নতুন বাণিজ্য শুল্ক আরোপের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন। তবে এ শুল্ক থেকে আপাতত কানাডা ও মেক্সিকো রেহাই পাচ্ছে বলে জানিয়েছেন তিনি। ট্রাম্প গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে ইস্পাত আমদানির ওপর ২৫ শতাংশ ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর ১০ শতাংশ কর আরোপের পরিকল্পনা জানান। চীন তখনই এ ধরনের পদক্ষেপ নিয়ে বাণিজ্য যুদ্ধ উস্কে দিলে যুক্তরাষ্ট্রকে পরিণতি ভোগ করতে হবে বলে শাসিয়েছিল। আর এখন ট্রাম্পের শুল্ক আরোপের ডিক্রি সইয়ের আগে চীন আবারো যুক্তরাষ্ট্রকে পাল্টা জবাবের হুঁশিয়ারি দিল। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বৃহস্পতিবার বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধের ন্যায়সঙ্গত জবাব দেওয়া হবে। তবে এ ধরনের যুদ্ধে সব পক্ষই ক্ষতিগ্রস্ত হবে বলেও তিনি সতর্ক করে দেন। ট্রাম্প যুক্তরাষ্ট্রে ২০১৬ সালের নির্বাচনী প্রচারের সময় চীনের পণ্যের ওপর ৪৫ শতাংশ শুল্ক আরোপের যে কথা বলেছিলেন, সে পথেই এখন তিনি হাঁটছেন কিনা- তা নিয়ে চীন শঙ্কায় আছে। সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।