বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে রুবেল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি নিহত রুবেল ডাকাত দলের সদস্য, বন্দুক যুদ্ধে তিনি মারা গেছেন।
পুলিশ সূত্র জানায়, আশুলিয়া বাইপাইল এলাকায় চলন্ত বাসে ডাকাতির সময় ছুরিকাঘাতে বাস চালক নিহতের ঘটনার প্রধান আসামি রুবেল। বৃহস্পতিবার (০৮ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় রুবেলকে আটক করতে গেলে পুলিশকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে রুবেল। পরে পুলিশ পাল্টা গুলি চালালে গুলিবিদ্ধ হন তিনি।
পরে তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রুবেল টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার লক্ষ্মীন্দর গ্রামের লাল মাহমুদের ছেলে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আহাদ জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।