বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
লক্ষীপুর সংবাদদাতা : বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বলেছেন, ‘নৌকায় ভোট দিলে উনড়বয়নের জোয়ারে ভাসবে দেশ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশকে উনড়বয়নের রোল মডেলের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দেশকে আরো উনড়বয়নের দিকে এগিয়ে নিতে আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনার নৌকায় ভোট চাইলেন মন্ত্রী।’ গতকাল বৃহস্পতিবার সকালে লক্ষীপুরের চন্দ্রগঞ্জের প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্য বান্ধব কর্মসুচির অধিনে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী শাহজাহান কামাল বিএনপি’র কঠোর সমালোচনা করে আরো বলেন, খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান দুর্নীতিবাজ এবং এতিমের টাকা আত্মসাতকারী। তিনি এতিমদের টাকা মেরে এখন জেলে আছেন। অনুষ্ঠানে স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামান প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।