রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বগুড়া অফিস : বগুড়ার শাজাহানপুরে প্রতীক বরাদ্দ না হতেই নৌকা মার্কায় ভোট চেয়ে দেয়ালে দেয়ালে হোয়াইট স্টিকার লাগিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত এক প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থী। এ ঘটনায় নির্বাচন অফিসের কার্যক্রম নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। জানা গেছে, শাজাহানপুর উপজেলার ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচনের সিডিউল ঘোষণা না হতেই নির্বাচনী নিয়ম ভঙ্গ করে উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও মাঝিড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ.লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী নাছির উদ্দিন বাবলু দেয়ালে দেয়ালে নৌকা মার্কায় ভোট চেয়ে হোয়াইট স্টিকার লাগিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আ.লীগ সভানেত্রী শেখ হাসিনা ও তার ছবি সম্বলিত হোয়াইট স্টিকারের মাধ্যমে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করা হয়েছে। মাঝিড়া ইউনিয়নের প্রতিটি বন্দর, হাটবাজার ও দোকানের দেয়ালে দেয়ালে লাগানো হয়েছে এ স্টিকার। এ বিষয়ে মাঝিড়া ইউনিয়নের আ.লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী নাছির উদ্দিন বাবলুর সাথে কথা বললে তিনি জানান, আমার কর্মীরা না বুঝে স্টিকার লাগিয়েছিল। পরে তা তুলে ফেলা হয়েছে। জেলা নির্বাচন অফিসার ইউনুস আলী জানান, ঘটনাটি নির্বাচনী গুরুতর অপরাধ। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।