প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন রিপোর্ট: নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার জীবনী নিয়ে বিশ্লেষনধর্মী একটি মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। বেগম রোকেয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গানটি লিখেছেন ও সুর করেছেন মরহুম খাদেমুল ইসলাম বসুনিয়া। গানটির সঙ্গীত পরিচালনা করেছেন আহমেদ ফরিদ। গানটি গেয়েছেন সঙ্গীতশিল্পী নীলু আহসান। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন জিনিয়া রুমি। মিউজিক ভিডিওটিতে বেগম রোকেয়ার জীবন, তাঁর কর্মময় স্মৃতি বিজড়িত বিভিন্ন স্থান, তাঁর স্মৃতি সংরক্ষনশালার বর্তমান অবস্থা ইত্যাদি চমৎকারভাবে চিত্রিত হয়েছে। এ দেশে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য নির্মিত মিউজিক ভিডিওটি এবারের আন্তর্জাতিক নারী দিবস ৮ মার্চ প্রকাশিত হয়েছে। এ দিন বিভিন্ন টিভি চ্যানেলে মিউজিক ভিডিওটি প্রদর্শিত হবে। পাশাপাশি ইউটিউব চ্যানেলেও দেখা যাবে মিউজিক ভিডিওটি। আন্তর্জাতিক নারী দিবসে বেগম রোকেয়াকে নিয়ে নির্মিত মিউজিক ভিডিওটি সবার প্রশংসা কুড়োবে বলে আশা করা যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।