Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যেভাবে নারী দিবস পালন করছেন নেটিজেনরা

সোশাল মিডিয়া ডেস্ক | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০২১, ১২:৫১ পিএম

আজ ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। সারাবিশ্বের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। নারী দিবসকে ঘিরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের শুভেচ্ছায় ভাসছে সামাজিক যোগাযোগ মাধ্যম। মমতাময়ী নারীর নানা অবদানকে তুলে অনেকেই স্ট্যাটাস দিয়েছেন। কেউ বা দিবসটি উপলক্ষে নারীদের উৎসর্গ করে শেয়ার করেছেন ছড়া-কবিতা।

এবার নারী দিবসের প্রতিপাদ্য- ‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’। বরাবরের মতো এবছরও তারকারা আলাদা কিছু উপহার দেয়ার চেষ্টা করেছেন। বিভিন্ন প্রতিষ্ঠানের নারী দিবসের বিশেষ আয়োজনগুলোও আলোচনায় স্থান করে নেয় নেট দুনিয়ায়। সঙ্গে নাটক-সিনেমা-বিজ্ঞাপনের বৈচিত্র্যময় উপস্থিতিতে সামাজিক মাধ্যমে অন্যরকম আবহে পালিতে হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস।

নারী দিবস ঘিরে প্রকাশিত ডুডলে সমাজে নারীদের বিশেষ বিশেষ অবদান ফুটে উঠেছে। ভিডিওতে দেখা যাচ্ছে পুরুষের হাতে হাত মিলিয়ে নারীরা এগিয়ে যাচ্ছে। বিভিন্ন পেশায় তারা সফলতার সঙ্গে অবদান রাখছে।

নারী দিবসের শুভেচ্ছা বার্তায় ফেসবুকে হাদিউল ইসলাম অর্নব লিখেছেন, ‘‘দেশ পরিবর্তন করার আগে প্রয়োজন দেশের মানুষের মানষিকতা পরিবর্তন করা।। রোজ হোক নারী দিবস। যে সব নারী সকল বাধা অতিক্রম করে এগিয়ে যাচ্ছে তাদের সকলের প্রতি আমার অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।’’

মোঃ সাব্বির হোসাইন লিখেছেন, "বাংলায় যেটা গৃহিণী, ইংরেজীতে সেটা Wife. কিন্তু আরবীতে সেটা রাব্বিয়াতুল বাইত, অর্থ্যাৎ Queen of the House. ইসলাম নারীকে সকল কিছুর ঊর্ধ্বে সম্মান দিয়েছে যেটা একজন ছেলেকে দেয়া হয়নি।’’

কাজী নজরুল ইসলামের কবিতা উদ্ধৃত করে সোহাগ তানভীর সাকিব লিখেছেন, ‘‘কোন কালে একা হয়নিকো জয়ী পুরুষের তরবারি; শক্তি দিয়াছে, প্রেরণা দিয়াছে, বিজয় লক্ষ্মী-নারী।’’

সাগর আহমেদ লিখেছেন, ‘‘নিশ্চয়ই ইসলাম নারীকে দিয়েছেন পূর্ণাঙ্গ সম্মান আর অধিকার, বেপর্দার মাঝে না প্রকাশ পায় সম্মান না প্রকাশ পায় অধিকার। নিশ্চয়ই পর্দাতেই রয়েছে নারীর সম্মান আর অধিকার। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে হেফাজত ও হেদায়েত দান করুক আমিন।’’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নারী দিবস
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ