Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

দুই পা-বিশিষ্ট বাছুরের জন্ম

| প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

দিনাজপুর অফিস : দিনাজপুরের বীরগঞ্জে দুই পা-বিশিষ্ট একটি বাছুরের জন্ম হয়েছে। উপজেলার শতগ্রাম ইউনিয়নের গরফতু গ্রামের ফেরিওয়ালা মো. জামাল উদ্দিনের বাড়িতে বাছুরটির জন্ম হয়। বাছুরটি এক নজর দেখতে উৎসুক শত শত মানুষ জামাল উদ্দিনের বাসায় ভিড় জমাচ্ছেন। জামাল উদ্দিন জানান, তার একটি গাভী বাছুরের জন্ম দেয়। এ সময় তারা দেখেন বাছুরটির পেছনের দুটি পা থাকলেও সামনের পা নেই। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে শত শত উৎসুক মানুষ বাছুরটি দেখার জন্য ভিড় জমাচ্ছে। গতকালও উৎসুক মানুষের ভিড় অব্যাহত ছিল। বীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আলতাফ হোসেন জানান, বাছুরটি বর্তমানে সুস্থ আছে। তবে কতক্ষণ সুস্থ থাকবে তা বলা খুবই কঠিন। গাভীর জিনগত সমস্যার কারণে এ ধরনের বাছুর জন্ম নিতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জন্ম


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ