Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের হামলা, দৃষ্টান্তমূলক শাস্তি চাই -মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০১৮, ১:২৪ পিএম | আপডেট : ৩:১০ পিএম, ৮ মার্চ, ২০১৮

খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত অবস্থান কর্মসূচিতে পুলিশি বাধার প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ ন্যক্কারজনক হামলা চালালে এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ মিনিটে জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশের বাধায় অবস্থান কর্মসূচি পণ্ড হয়ে যায়।

বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি চলার কথা থাকলেও পুলিশ কয়েকজন নেতাকর্মীকে আটকের চেষ্টা করে।

এ সময় ফখরুলসহ বিএনপি নেতাকর্মীরা কর্মসূচি ছেড়ে নিরাপদে চলে যান।

পরে ফখরুল সাংবাদিকদের বলেন, বিনা উসকানিতে পুলিশ অবস্থান কর্মসূচিতে হামলা চালিয়ে তা পণ্ড করে দিয়েছে।

অবস্থান কর্মসূচি থেকে পুলিশ বিএনপির কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, পুলিশ বিনা উসকানিতে শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালিয়েছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

জানা গেছে, বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু হয়। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসসহ কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ কর্মসূচি বেলা ১২টা পর্যন্ত চলার কথা ছিল। কিন্তু পৌনে ১২টার দিকে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি দিদারুল রাজকে আটক করে পুলিশ। একে কেন্দ্র করে কর্মসূচি পণ্ড হয়ে যায়।



 

Show all comments
  • গনতন্ত্র ৮ মার্চ, ২০১৮, ২:৫৪ পিএম says : 0
    জনগনের ধারনাঃ– " সরল অংক হয়ে যায় গরল, সূত্র যদি না থাকে জানা; প্রস্তুতি ছাড়া মধুর বাসায়, কোন বোকায় দেয় হানা "????
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মির্জা ফখরুল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ